Jyotipriya Mallick : জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা কম্যান্ড হাসপাতালে, হাইকোর্টের দ্বারস্থ কর্তৃপক্ষ – kolkata command hospital authority appealed to high court on minister jyotipriya mallick health check up issue


বুধবার কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হল জ্যোতিপ্রিয় মল্লিকের। স্বাস্থ্য পরীক্ষা করানোর পর জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে দফতরে ফিরলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তিনি ইডি হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশে নির্দিষ্ট সময় অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা ইডির। সেই কারণে বুধবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিককে স্বাস্থ্য পরীক্ষা করাতে কম্যান্ড হাসপাতালে নিয়ে যান ইডি আধিকারিকরা। স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও তাঁকে সল্টলেকে ইডি দফতরে ফিরিয়ে নিয়ে আসা হয়।

এদিন সকাল ১১টা নাগাদ কম্যান্ড হাসপাতালে ঢোকানো হয় মন্ত্রীকে। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টে নাগাদ হাসপাতাল থেকে বের করা হয় তাঁকে। সেখান থেকে ফের সল্টলেকে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে।

তবে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার দায়িত্ব কোনও অবস্থাতেই নিতে চাইছে না কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। সেনাবাহিনীর জন্য সংরক্ষিত ওই হাসপাতালে অন্য কারও চিকিৎসা করা সম্ভব নয় বলে প্রথম থেকেই দাবি করে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই আগে সেই যুক্তিতে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল তারা। তবে সেখানে তাদের আর্জি খারিজ হয়ে যায়। এবার সেই একই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কম্যান্ড হাসপাতাল। বুধবারই উচ্চআদালতের দ্বারস্থ হয়েছে তারা। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে নেমে গত সপ্তাহেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিনভর তল্লাশির পর গভীর রাতে গ্রেফতার করা হয় তাঁকে। আদালতে তোলা হলে তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। যদিও তারপরেই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। তার জেরে তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনদিনে দফায় দফায় সিটি স্ক্যান, রক্তের নানাবিধ পরীক্ষা ছাড়াও ইসিজি, ইকো ও হল্টার মনিটরিং করা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের। যদিও সমস্ত পরীক্ষার রিপোর্টই কার্যত স্বাভাবিক আসে। যার জেরে গত সোমবার রাতে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। তারপর থেকে ইডি হেফাজতেই রয়েছেন মন্ত্রী।

এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশির ঘটনায় আগেই সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের একবার নাম না করে জ্যোতিপ্রিয়র প্রশংসা করতে শোনা গেল মমতাকে। এর মাধ্যমে মমতা কার্যত জ্যোতিপ্রিয়র পাশে থাকার বার্তাই দিলেন বলেই মনে করছে ওয়াকিবহালমহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *