Kali Puja 2023: বড় দুর্গার আদলে তৈরি বিশাল কালী! বারাসতকে টক্কর দিতে ব্যারাকপুরে ৮০ ফুটের প্রতিমা – kali puja 2023 barrackpur club making 80 feet long biggest goddess idol


দুর্গাপুজো শেষ হতে না হতেই এবার কালীপুজোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রস্তুত ক্লাবগুলি। তবে এবার ফোকাস কলকাতা নয়,এবার উত্তর ২৪ পরগনা জেলা।আর এই জেলার কথা বললেই প্রথমে উঠে আসে বারাসতের কথা। কিন্তু, তা বারাসতের গরিমাকে চ্যালেঞ্জ করে জেলায় টেক্কা দিতে প্রস্তুত একাধিক এলাকার পুজো। সেখানে এবার উঠে আসছে ব্যারাকপুরের নামও।

কলকাতার দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গার কথা এখনো মনে আছে সকলের, যে দুর্গা দেখতে এতটাই ভিড় জমে ছিল যে প্রশাসনের তরফ থেকে বিশৃঙ্খলা সামাল দিতে সবচেয়ে বড় সেই দুর্গার মুখ ঢেকে দেওয়া হয়। তবে এবার ৮০ ফুটের সবচেয়ে বড় কালী মূর্তি তৈরি করে শ্যামা পুজোয় চমক দিতে চলেছে ব্যারাকপুরের মনিরামপুর বটতলা স্পোটিং ক্লাব। গত বছর এই ক্লাবের পুজোয় ৬০ ফুটের প্রতিমা তৈরি করা হয়েছিল। ব্যাপকভাবে সাড়া মেলায় উদ্যোক্তাদের তরফে প্রতিমার উচ্চতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ভাবনা থেকেই আশি ফুটের কালী প্রতিমা তৈরি কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বটতলা স্পোর্টিং ক্লাবে।

পুজো উদ্যোক্তা সূত্রে জানা যায়, ব্যারাকপুর মহকুমায় এতবড় কালী প্রতিমার আগে কখনও দেখেননি জেলার মানুষ। করোনা মহামারীর আগে পর্যন্ত এই ক্লাবে ১০ ফুটের কালী প্রতিমা তৈরি করেই শ্যামাপুজো করা হলেও, গত বছরের পর থেকে উঁচু কালী দেখতে দর্শকদের বাড়তি আকর্ষণে উদ্বুদ্ধ হয়ে, এই অভিনব ভাবনা মাথায় আসে ক্লাব কর্তাদের। এবছর এই পুজো ৬৫তম বর্ষে পদার্পণ করল। সেইমত মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা তৈরির কাজ। কলকাতার শিল্পী কৃষাণু পাল প্রতিমাকে সাজিয়ে তুলছেন। একইসঙ্গে প্রতি বছরের মত এবছরও বিশেষ আকর্ষন হিসাবে থাকছে চন্দননগরের চোখ ধাঁধানো আলোকসজ্জা। স্বাভাবিকভাবেই গত বছরের মত এবছরও পুজোর কটাদিন দর্শনার্থীদের ঢল নামবে ব্যারাকপুর মণিরামপুরে বটতলা স্পোর্টিং ক্লাবে বলেই আশা পুজো উদ্যোক্তাদের।

সেইমতো বাড়তি ভিড় সামাল দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ক্লাব কর্তারা। ভিড় সামাল দেওয়ার জন্য মণ্ডপে অতিরিক্ত স্বেচ্ছাসেবক রাখা হবে বলেও জানা যায়। তবে এ বছর এই কালীপুজোর থিমের নাম দেওয়া হয়েছে ‘ছোট মুখে বড় কথা’। গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে লোহার স্ট্রাকচার এবং ফাইবার দিয়ে। তাই ব্যারাকপুর অঞ্চলে সবচেয়ে বড় এই কালী প্রতিমা দেখতে উৎসাহ বাড়ছে মানুষের। এবার দেখার বারাসত মধ্যমগ্রামের পাশাপাশি ব্যারাকপুরের এই পুজো কতটা দর্শনার্থীদের আকৃষ্ট করতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *