Mamata Banerjee : কেন্দ্রের বিরুদ্ধে বাড়বে আন্দোলনের ঝাঁঝ, ১৬ নভেম্বর ‘মেগা কর্মসূচি’র ডাক মমতার – mamata banerjee announced big tmc rally on 16 november


আগামী ১৬ নভেম্ভর তৃণমূল কংগ্রেসের ‘মেগা কর্মসূচি’র ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, কেন্দ্রীয় সরকারের উপর একশো দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে অর্থ অনুদান বন্ধ রাখার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পাশাপাশি, সেদিনের বৈঠক থেকেই আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কী জানালেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী এদিন জানান, একশো দিনের কাজের টাকা ইতিমধ্যে না ছাড়ার জন্য আগামী ১৬ নভেম্বর সমস্ত পঞ্চায়েত, পুরসভা, গ্রামসভা, বিধায়ক, সাংসদদের নিয়ে বৈঠকে আহ্বান জানানো হচ্ছে। বেলা বারোটার সময় মিটিং হবে। সেখান থেকে আমরা আগামী দিনের কর্মসূচির সিদ্ধান্ত নেব। কেন্দ্রীয় আর্থিক অনুদান না মিললে আন্দোলন আরও জোরদার হবে বলেই জানান তিনি।

কেন্দ্রকে আক্রমণ

বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের একশো দিনের কাজের টাকা দিতে হবে, যাঁদের টাকা পাওনা রয়েছে। তা না হলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে। ১৬ তারিখের বৈঠকে আমাদের পরবর্তী কর্মসূচির রূপরেখা আমরা ঘোষণা করব।’

পাওনা অর্থ নিয়ে সরব মুখ্যমন্ত্রী

আবাস যোজনার জন্য ১১ লাখ তালিকা চেয়েও টাকা দিল না। আমাদের ৪০ শতাংশ টাকা দিতে হয়। তারপরেও ওঁরা টাকা দিচ্ছে না। এরপর আমাদের নিজেদের টাকা দিয়েই প্রকল্পটা চালাতে হবে। তাঁর কথায়, আমরা দিল্লিতে আন্দোলন করেছি। ৭ হাজার কোটি টাকা আমাদের এখনও পাওনা আছে। কিন্তু টাকাটা আমরা পাইনি। কেন্দ্রীয় মন্ত্রী যে সাত জন ভুক্তভোগী গিয়েছিল, তাঁদের সঙ্গে দেখা করেনি।

Mamata Banerjee : ‘পুজোয় ৩ লাখ কর্মসংস্থান-৭২ হাজার কোটি টাকার ব্যবসা’, জানালেন মমতা
উল্লেখ্য, গত ২ এবং ৩ অক্টোবর দিল্লি অভিযানের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি চলো অভিযানের ডাক দেওয়া হয়। দিল্লিতে গিয়ে ধরনা কর্মসূচি নেওয়া হলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রজ্ঞা নিরঞ্জন দেখা করেননি বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। এরপর কলকাতায় ফিরে রাজভবনের সামনে ধরনা কর্মসূচি পালন করেন তৃণমল। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে ধরনায় বসেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরেই জানিয়ে দেওয়া হয়েছিল, নভেম্ভর মাসের শুরুতেই বড় কর্মসূচি ঘোষণা করবে তৃণমূল।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, সামনেই কালীপুজো, ভাইফোঁটা সহ একাধিক অনুষ্ঠান রয়েছে। তাই ওই দিনগুলি বাদ দিয়ে ১৬ নভেম্ভর এই বৈঠক ডাকা হচ্ছে। আগামী দিনে রাজ্য জুড়ে আন্দোলনের তীব্রতা মাপতে এদিনের বৈঠক বলেই ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *