Mamata Banerjee News : ‘সত্যিটাকে স্বীকার করতে হবে…’, ভুয়ো রেশন কার্ড নিয়ে বিস্ফোরক মমতা – cm mamata banerjee alleges 1 crore fake ration card were exists during left front period


রেশন দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারিকে ঘিরে যখন উত্তাল রাজ্য রাজীনিতি, ঠিক সেই সময়ই রেশন ব্যবস্থা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নিশানা করলেন পূর্বতন বাম সরকারকে।

বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার যখন ক্ষমতায় এসেছিলাম, সত্যিটাকে স্বীকার করতে হবে, ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। বামফ্রন্ট আমলের যাঁরা বড়বড় কথা বলছেন…, সেই ১ কোটি ভুয়ো রেশন কার্ড থাকা মানে, সেই রেশনটা তাঁরা তুলতেন। সেটা কোথায় যেত? তার টাকাটা? আজ পর্যন্ত কোনও কোয়্যারি হয়েছে? এই কাজটা করতে গিয়ে আমাদের ৭-৮ বছর লেগেছে। ১ কোটি ভুয়ো রেশন কার্ড আমার বাতিল করেছি। অনেক দালাল মানুষের রেশন নিয়ে বাইরে বিক্রি করে দিত। তাদের বিরুদ্ধে আমারই কেস করেছি। গ্রেফতার করা হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমরা বাধ্য হতাম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার থেকে চাল কিনতে। কিন্তু একদিন তারা হঠাৎ করে বন্ধ করে দিল। যখন বন্ধ করে দিল, রেশনিং ব্যবস্থা প্রায় বন্ধ হওয়ার মুখে চলে গিয়েছিল। তখন আমাদের সরকার সিদ্ধান্ত নেয়, ভাঙা চাল খাওয়ার চেয়ে আমরা চাষীর ঘরের চাল কিনব। গত ৪-৫ বছর ধরে আমার চাষীর থেকে চাল কিনছি। আমার বিনা পয়সায় রেশন দিচ্ছি। চালটা আমাদের কিনতে হচ্ছে ২৩-২৪-২৬ টাকায়।’

দালালরাজ বন্ধ করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘অনেক রেশন দোকান আমার বাতিল করে দেওয়ার চেষ্টা করেছিলাম। নতুন লোকেদের দেওয়া জন্য। কিন্তু আমার পারিনি, আমাদের আদালতের আদেশ মানতে হয়। আমরা যখনই কোনও দালালকে ধরেছি, যখনই রেশন দোকান বাতিল করার কথা বলেছি, আমাদের আদালতে যেতে হয়েছে। আদালতে গিয়ে ও স্থগিতাদেশ দেওয়ার ফলে ২-৩ বছর লড়াই করতে হয়েছে। একটাও পরিবার দেখাতে পারবেন না, যারা রেশন চেয়ে পায়নি। কেন্দ্রীয় সরকারও প্রশংসা করেছে বলেছে, আমরা ১০০ শতংশ ডিজিটাইজ কার্ড করে দিয়েছি। এটা করতে সময় লেগেছে। এখন সমস্তটা পরিষ্কার হয়েছে।’

Mamata Banerjee : ‘পুজোয় ৩ লাখ কর্মসংস্থান-৭২ হাজার কোটি টাকার ব্যবসা’, জানালেন মমতা
প্রসঙ্গত, রেশন কেলেঙ্কারির তদন্তে নেমে সম্প্রতি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন তিনি। জ্যোতিপ্রিয় বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা প্রসঙ্গে আগেও মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ভুয়ো রেশন কার্ড নিয়ে সরাসরি বামদের নিশানা করলেন তিনি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *