Par West Bengal,IAS-IPS-WBCS -দের পর এবার একাধিক জেলায় DICO বদলি, জোর চর্চা – dico transferred in many districts of west bengal ahead of lok sabha election 2024


পুলিশ-প্রশাসনের পর এবার জেলায় জেলায় তথ্য ও সংস্কৃতি আধিকারিক, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকদেরও বদলি হল। মঙ্গলবারই এই সংক্রান্ত একটি নির্দেশিকা বার হয়েছে। সেখানেই এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু জেলার DICO কে বদলি করা হয়েছে। বেশ কিছু মহকুমার SDICO-কে DICO হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলি সংক্রান্ত নির্দেশিকা

নির্দেশিকা অনুযায়ী, হুগলির জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বা District Information and Cultural Officer (DICO) শুভময় মিত্রকে নদিয়ায় বদলি করা হয়েছে। নদিয়ার DICO প্রদীপ্ত আচার্যকে পাঠানো হয়েছে হুগলিতে। উত্তর দিনাজপুরের DICO অভিজিৎ বিশ্বাসকে মালদার DICO করা হয়েছে। উত্তর দিনাজপুরের নতুন DICO হচ্ছেন শুভম চক্রবর্তী। কোচবিহারের DICO হচ্ছেন অঙ্গিরা দত্ত। জলপাইগুড়ির DICO হচ্ছেন স্বরূপ বিশ্বাস, কালিম্পঙের DICO হচ্ছেন শতাব্দী জোদ্দার। সামিম জামান হচ্ছেন DICO আলিপুরদুয়ার। বদলির প্রক্রিয়ার মধ্যে অনেক SDICO কে পাশের মহকুমার দায়িত্বও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকটি জেলার কয়েকজন DICO প্রমোশন পেয়ে ডেপুটি ডিরেক্টর পদে উত্তীর্ণ হয়েছেন।

বদলি সংক্রান্ত নির্দেশিকা

সাম্প্রতিক বদলি সংক্রান্ত নির্দেশিকা

সম্প্রতি পুলিশ প্রশাসনেও একাধিক বদলি হয়েছে। এক মাস আগেই বদলি করা হয় একাধিক জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারকে। এরপর BDO থেকে SDO, ADM একাধিক প্রশাসনিক কর্তাকে বদলি করা হয়। বিভিন্ন জেলার DM কেও বদলি করা হয় অন্যত্র। বলা যেতে পারে গত এক মাসে প্রায় সব জেলাতেই প্রশাসনিক ক্ষেত্রে নতুন মুখেদেরই দেখা যাচ্ছে। নবান্নের কর্তাদের একাংশ কিন্তু বলছেন, রুটিন বদলি, একেবারেই স্বাভাবিক নিয়মে।

কী কাজ জেলায় জেলায় থাকা এই দফতরের

তথ্য ও সংস্কৃতি দফতর জেলায় সরকারি অনুষ্ঠানের আয়োজন, মিডিয়া ম্যানেজমেন্ট, জেলা প্রশাসনের বিভিন্ন কাজের প্রচার, খবরের কাগজে বিজ্ঞাপন, লোকপ্রসার প্রকল্পের পোর্টাল, জয়বাংলা পোর্টালের কাজ দেখে। জেলায় থাকা বিভিন্ন দফতরের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযাগ রেখে কাজ করাই জেলায় থাকা তথ্য ও সংস্কৃতি দফতরের কাজ। বর্তমানে জেলার পুজো কার্নিভ্যালও পুরোটাই হয়ে থাকে এই দফতরের তত্ত্বাবধানে। পাশাপাশি লোকশিল্প প্রসারেও আধিকারিকদের বড় ভূমিকা থাকে। শুধু শিল্পীদের নাম নথিবদ্ধ করা নয়, তাঁদের কাজ তুলেও ধরেন তাঁরা। অফিস এস্টাব্লিশমেন্ট সংক্রান্ত কাজ থেকে সাংবাদিকদের Accredidation Card ইস্যু করা, VIP ভিজিটের সময় মিডিয়া ম্যানেজমেন্ট সহ আরও একাধিক কাজ তাঁদের করতে হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *