কী জানা যাচ্ছে?
সম্প্রতি, সড়ক যোগাযোগ ও পরিবহণ মন্ত্রক একটি রিপোর্ট পেশ করেছে গোটা দেশের পথ দুর্ঘটনার বিষয় নিয়ে। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সারা দেশের সমস্ত রাজ্যে সড়ক দুর্ঘটনার চিত্রটা কেমন? কতজনের প্রাণহানি হয়েছে এই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই উঠে এসেছে একের পর এক তথ্য। যাতে দেখা গিয়েছে, ২০২২ সালে ১৩ হাজার ৬৮৬টি পথ দুর্ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে।
কী বলছে রিপোর্ট
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে পশ্চবিনহে মত ১২ হাজার ৭০৫টি, পরের বছর ২০১৯ সালে ১২ হাজার ৬৫৮টি, ২০২০ সালে ১০ হাজার ৮৬৩টি, ২০২১ সালে ১১ হাজার ৯৩৭টি এবং ২০২২ সালে ১৩ হাজার ৬৮৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে রাজ্যে। ফলত, ২০২২ সালে রাজ্যে আগের বছরের তুলনায় ১৭৪৯টি বেশি দুর্ঘটনা ঘটেছে। পথ নিরাপত্তা কর্মসূচি, সেফ ড্রাইভ, সেভ লাইভ প্রোগ্রামের পরেও দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আর কী জানা যাচ্ছে রিপোর্টে?
যদিও, রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়লেও সারা দেশের মধ্যে সড়ক দুর্ঘটনার দিক থেকে প্রথম দশে নেই পশ্চিমবঙ্গের নাম। রাজ্যভিত্তিক মারাত্মক দুর্ঘটনার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান ৩৭ এর মধ্যে ১১ নম্বরে। সড়ক দুর্ঘটনার দিক থেকে সবথেকে এগিয়ে উত্তরপ্রদেশ। দ্বিতীয় নম্বরে আছে তামিলনাড়ু। দেশের সর্বাধিক সড়ক দুর্ঘটনাময় রাজ্যগুলির মধ্যে প্রথম ১০টি রাজ্য হল তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরল, উত্তরপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট।
২০১৮ সালে গোটা দেশে ৪ লাখ ৭০ হাজার ৪০৩টি দুর্ঘটনা ঘটেছিল। ২০১৯ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ৪ লাখ ৫৬ হাজার ৯৫৯টি। ২০২০ সালে এবং ২১ সালের অনেকটা বড় অংশ জুড়ে লকডাউন থাকার কারণে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে যায়। যদিও, পশ্চিমবঙ্গ ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনা নিরিখে ১২ তম স্থানে ছিল। সেখানে ২০২২ সালে পশ্চিমবঙ্গ এগারো নম্বরে উঠে এসেছে।