Siliguri Hong Kong Market : জুতোর সাইজ নিয়ে ‘বডি শেমিং’! উত্তরবঙ্গে পর্যটকদের প্রিয় মার্কেটে ধুন্ধুমার – siliguri citizen faces body shaming at hong kong market while buying shoe


জুতো নিয়ে শিলিগুড়িতে ধুন্ধুমার। জল গড়িয়েছে পুলিশ অবধি। জুতো কিনতে গিয়ে সাইজে গরমিল হওয়া নিয়ে বচসার সূত্রপাত। গ্রাহককে মারধরের অভিযোগ উঠেছে জুতোর দোকানদারদের বিরুদ্ধে। শিলিগুড়ির হংকং মার্কেটে এই ঘটনা ঘটেছে। আক্রান্তের পরিবারের তরফে পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।

জুতো নিয়ে ধুন্ধুমার শিলিগুড়িতে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃতা ছেত্রী তাঁর ছেলে ও আত্মীয়দের নিয়ে হংকং মার্কেটে গিয়েছিলেন৷ হংকং মার্কেটের একটি দোকানে জুতো কিনতে যান অমৃতার ছেলে। সেখানে জুতোর সাইজ নিয়ে সমস্যা হয়। সেখান থেকে ঘটনার সূত্রপাত। অভিযোগ, জুতোর দোকনদার ওই তরুণকে ‘বডি শেমিং’ করেন। তারপরই শুরু হয় তুমুল বচসা। এরপরই ক্রেতাদের মারধরের অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনার পরই মঙ্গলবার রাতে শিলিগুড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি ফাঁড়িতে যান অমৃতা ছেত্রী ও তাঁর পরিবার৷ পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়৷ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

কী বলছেন আক্রান্তের পরিবারের সদস্যরা?

আক্রান্ত তরুণের মা অমৃতা ছেত্রী বলেন, ‘নেপাল থেকে আমার এক আত্মীয় এসেছিলেন৷ তাঁর সঙ্গে আমি আমার ছেলেকে নিয়ে কেনাকাটা করার জন্য হংকং মার্কেটে গিয়েছিলাম। সেখানকার একটি দোকানে আমার ছেলে জুতো কিনতে গিয়েছিলেন। জুতো পায়ে পরে ট্রায়াল দেওয়ার সময় সাইজ নিয়ে সমস্যা হচ্ছিল। সেই কারণে দোকানদার আমার ছেলের বডি শেমিং করে। প্রতিবাদ করেন আমার স্বামী। তখন তাঁকে মারধর করা হয়। ছেলেকেও মারধর করা হয়েছে। আশেপাশের দোকানদাররাও এই মারধরের ঘটনায় জড়িত ছিল।’

Street Food : নতুন বছরেই শিলিগুড়িতে চালু হচ্ছে বিদেশের ধাঁচে ফুড স্ট্রিট, নভেম্বরেই কাজ শুরু
অভিযোগ খতিয়ে দেখছে ব্যবসায়ী সমিতি

মহিলার অভিযোগ গিয়েছে হংকং ব্যবসায়ী সমিতির কাছেও। তারা জানিয়েছে, যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। হংকং মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ নতুন নয়। আগেও একাধিকবার হংকং মার্কেটের ব্যবসায়ীদের ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। আগেও হংকং মার্কেটের ক্রেতাদের সঙ্গে ব্যবসায়ীদের গোলমালের ঘটনা ঘটেছে।

শিলিগুড়ির বাসিন্দা সন্দীপ চন্দ বলেন, ‘হংকং মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আজ নতুন নয়। আগেও এখানকার ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্রেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে। ক্রেতারা টাকা দিয়ে ব্যবসায়ীদের থেকে জিনিস কেনেন। তাই কোনভাবেই তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়। যে ঘটনার কথা শুনলাম তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে পুলিশের পদক্ষেপ করা উচিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *