Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা SSKM-এ! স্বাস্থ্যমন্ত্রী মমতার পদত্যাগ দাবি শুভেন্দুর – suvendu adhikari slams mamata banerjee on her comment of wrong treatment in sskm hospital


বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে চাঞ্চল্যকর দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সেরা সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে ‘ভুল চিকিৎসা’র অভিযোগ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাৎপর্যপূর্ণ বিষয়, বাংলার স্বাস্থ্যমন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর সরকারি চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। আর এই ইস্যুতে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারকে নিশানা করেছেন তিনি।

শুভেন্দুর নিশানায় মমতা

নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ভুল চিকিৎসার অভিযোগ করেছেন মমতা। সেই সাংবাদিক বৈঠকের নির্দিষ্ট অংশের ভিডিয়ো ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে শেয়ার করে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, ‘এসএসকেএম (SSKM) হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাজ্যের সবথেকে উচ্চমানের সরকারি হাসপাতালকে চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল বানানোর অপচেষ্টার কারণে চিকিৎসারএই অবস্থা হয়েছে।’

শুভেন্দু আরও লিখেছেন, ‘এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমলে এখানকার ডাক্তারবাবুরা চিকিৎসা কম করছেন। রাজনৈতিক ও প্রশাসনিক চাপের শিকার হয়ে ভুয়ো কাগজপত্র তৈরিতে বেশি মনোনিবেশ করতে বাধ্য হচ্ছেন।’ যদিও তৃণমূলের তরফে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাসকদল আগামী দিনে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয় কি না, সেটাই এখন দেখার।

Mamata Banerjee : ভুল চিকিৎসার শিকার খোদ মুখ্যমন্ত্রী! বিস্ফোরক অভিযোগ মমতার
বিস্ফোরক দাবি মমতার

শিল্প সফর শেষে স্পেন থেকে ফিরে আসার পর দিন চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে মুখ্যমন্ত্রীকে আর বাইরে বের হতে দেখা যায়নি। তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে বাইরে বের হচ্ছেন না মমতা। এমনকী নবান্নের ১৪ তলার ঘর ছিল ফাঁকা। ভার্চুয়াল পুজো উদ্বোধন শুরুর দিন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তাঁর পায়ে সংক্রমণ হয়ে গিয়েছিল। সেই কারণে তাঁর হাঁটতে সমস্যা হচ্ছিল।

এদিন ফের একবার সেই প্রসঙ্গ তুলে SSKM হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘ভুল চিকিৎসা করার কারণে পায়ে সেপটিক হয়ে গিয়েছিল। ১০-১২ দিন বিছানা থেকে উঠতে পারিনি। হাতে চ্যানেল করে ওষুধ নিতে হয়েছে। কিন্তু তারমধ্যেও সব কাজ করেছি। মুখ্যসচিব থেকে পুলিশ কমিশনার, সবার সঙ্গেই বারবার কথা বলেছি। পুজোর চারদিন ভোর পাঁচটা অবধি জেগেছিলাম। যাতে কোনও ঘটনা না ঘটে। অনেকেই এটার সাক্ষী।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *