West Bengal News : মুর্শিদাবাদে হঠাতই বিদেশিদের ঢল! মুখে হাসি দোকানদারদের, খুশি স্থানীয়রা – murshidabad tourism many foreign tourists visit hazarduari and many other places


মঙ্গলবার দুপুর নাগাদ নিউ প্যালেস ঘাটে নোঙর ফেলে বিদেশি পর্যটকে ঠাসা লঞ্চ। দিনভর পর্যটকরা ঘুরে দেখলেন হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, কাটরা মসজিদ, বড়নগরে নাটরের রানি ভবানির টেরাকোটার তৈরি চার বাংলা মন্দিরসহ একাধিক ঐতিহাসিক স্থান। স্থানীয় টুরিস্ট গাইডরা বিদেশি পর্যটকদের সঙ্গী হয়ে ঘুরে দেখালেন এবং তাঁদের ভাষাতেই ঐতিহাসিক স্থানগুলির গুরুত্ব ও ইতিহাস বোঝালেন। মরসুমের শুরুতেই নদীপথে পর্যটকদের আসা স্থানীয় ব্যবিসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *