Birbhum News : বীরভূমে বাসি খিচুড়ি খেয়ে অসুস্থের সংখ্যা বেড়ে ২১, চিকিৎসায় গাফিলতির অভিযোগ BJP-র – birbhum bjp protest for twenty one persons hospitalised in food poisoning


বাসি খিচুড়ি খেয়ে অসুস্থের সংখ্যা বাড়ছে সিউড়িতে। বৃহস্পতিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ২১। এদিকে, অসুস্থদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের অব্যবস্থা নিয়ে এদিন ক্ষোভ উগরে দেন বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা।

কী জানা যাচ্ছে?

ইতিমধ্যে বাসি খিচুড়ি খেয়ে এক শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। বুধবার রাতেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের ভেতরেই বিক্ষোভ দেখান বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল পরিদর্শনে আসেন জেলাশাসক বিধান রায়। কথা বলেন অসুস্থ ও মৃতদের পরিবারের সঙ্গে। পরে জেলা শাসক অসুস্থদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার আশ্বাস দিলে উঠে যায় বিক্ষোভ।

কী ঘটনা ঘটেছে?

বুধবার সকালে রাজনগরে একটি লক্ষ্মী পুজো বাড়িতে বাসি খিচুড়ি খেয়ে মৃত্যু হয় দু’জনের। পাশাপাশি অসুস্থ ছিলেন আরো ১৫ জন। গ্রামবাসীদের দাবি, শনিবার লক্ষীপুজো উপলক্ষে গ্রামে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। বাড়তি খিচুড়ি রেখে দেওয়া হয়েছিল। পরে সেই বাসি খিচুরি খেয়েই অসুস্থ হয়ে পরে প্রায় ১৫ জন। পরে এক শিশু সহ দু’জনের মৃত্যু হয়। অসুস্থদের প্রথমে রাজনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অসুস্থদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় আরো এক রোগীর

বিজেপির বিক্ষোভ

বুধবার থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। হাসপাতালের ভেতরেই প্রায় দেড় ঘণ্টা অবস্থান-বিক্ষোভে বসেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। মূলত চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তিনি। তবে ঘটনার পর জেলাশাসক পুলিশকে নির্দেশ দেন গ্রামের যারা যারা এই খিচুড়ি খেয়েছেন তাদেরকে যেন হাসপাতালে ভর্তি করা হয়। তারা কেউ যেন বাড়িতে না থাকেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খিচুড়িতে কোনোভাবে বিষক্রিয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। প্রত্যেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন বমি এবং পায়খানার সমস্যা নিয়ে।

জেলা শাসক কী বললেন?

ঘটনা প্রসঙ্গে জেলাশাসক বিধান রায় বলেন, ‘খুব দুঃখজনক ঘটনা। তিনজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। আমি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বলেছি অবস্থার অবনতি হলে যেন সিসিইউতে শিফট করা হয়। আমি গ্রামে যাব সেখানকার কি পরিস্থিতি খতিয়ে দেখব।’

Birbhum News : ফিরল সুতপা হত্যাকাণ্ডের স্মৃতি! সাঁইথিয়ায় প্রকাশ্যে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা, আটক অভিযুক্ত
হাসপাতাল সুপার কী বলছেন?

অসুস্থদের চিকিৎসার জন্য ইতিমধ্যে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলে জানান সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার নীলাঞ্জন মণ্ডল। পাশাপাশি এদিন সকালেও রোগীদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে যান বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। এদিনও তিনি অভিযোগ তোলেন চিকিৎসা ব্যবস্থা নিয়ে। তাঁর দাবি, একাধিক রোগীকে একটি শয্যায় রেখে চিকিৎসা করানো হচ্ছে। যদিও হাসপাতাল সুপারের দাবি, এখন অসুস্থদের শারীরিক পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *