Howrah Station : ঠান্ডা পানীয়ই লুঠের অস্ত্র! হাওড়া স্টেশনে ‘দাগী’ গ্যাংকে ধরল RPF – howrah station rpf caught gang of looter disguised as passenger from railway platform


ব্যাগের ভেতর ঠাসা ঠান্ডা রঙিন পানীয়ের বোতল। সেজেগুজে ট্রেনে ওঠার অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়ে কয়েকজন ‘নকল’ যাত্রী। সহ নাগরিকের দায়িত্ব পালনের অছিলায় ট্রেনে কারও তেষ্টা পেলেই বাড়িয়ে দেবে ওই ঠান্ডা পানীয় বা জলের বোতল। এরকমটাই প্ল্যান ছিল তাদের। আসল উদ্দেশ্য, পানীয়ের ভেতর ঘুমের ওষুধ মিশিয়ে অবাধে লুঠ। কিন্তু, মুখটা যে বড় চেনা! স্টেশনেই কর্তব্যরত আরপিএফদের হাতে ধরা পড়ল দাগী লুঠেরা গ্যাং। ঘটনা হাওড়ায় স্টেশনের।

কী জানা যাচ্ছে?

ট্রেনের মধ্যে মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুট করার একটি বড়সড় চক্রকে ধরল আরপিএফ। গতকাল হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে আপ মিথিলা এক্সপ্রেস দাঁড়িয়েছিল। ওই ট্রেনের অসংরক্ষিত কামরায় ওঠার জন্য যাত্রীরা যখন প্লাটফর্মে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন, সেই সময় ভিড়ের মধ্যে পাঁচজন দুষ্কৃতীও তাঁদের মধ্যে মিশেছিলেন। এই পাঁচ জনের মধ্যে কয়েকজন আগেও বেশ কয়েকটি মামলায় ধরা পড়েছিল। কর্তব্যরত আরপিএফ আধিকারিকরা এদের চিনতে পারেন।

এরপর কী ঘটল?

মুখ চেনা মাত্রই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্যান্য আরপিএফ আধিকারিকদের। তারা ঘটনাস্থলে ছুটে এসে ওই পাঁচজন দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলেন। ব্যাগে তল্লাশি চালিয়ে আরপিএফ জওয়ানরা ঘুমের ওষুধ, ঠান্ডা পানীয় এবং জলের বোতল উদ্ধার করেন। দাগী অপরাধী হওয়ার কারণেই তাদের সহজে ধরে ফেলা গিয়েছে বলে দাবি আরপিএফ আধিকারিকদের।

আরপিএফ কী জানাল?

আরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেওয়ালি এবং ছট পুজো উপলক্ষে হাওড়া স্টেশনে যাত্রী চাপ যথেষ্ট বেশি। এই সময় এই দুষ্কৃতীরা ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদের ঘুমের ওষুধ মেশানো ঠান্ডা পানীয় অথবা জল অফার করেন। কেউ যদি তাদের পাতা ফাঁদে পা দেয় তাহলে ওই যাত্রীদের সর্বস্ব লুট করে চম্পট দেয়। গত কয়েক মাসে হাওড়া ডিভিশনে বেশ কয়েকটি এই ধরনের ঘটনা ঘটায় নড়েচড়ে বসে আরপিএফ।

Kolkata Metro Underwater : হাওড়া ময়দান থেকে ট্রায়াল রান, গঙ্গার তলা দিয়ে মেট্রো শুধুই সময়ের অপেক্ষা
তদন্তে নামে বিশেষ টিম

জানা গিয়েছে, এই গ্যাংকে ধরতে স্পেশাল অ্যান্টি ড্রাগ স্কোয়াড তৈরি করা হয়। ওই টিম চলন্ত ট্রেনে ও প্লাটফর্মে নজরদারি শুরু করে। এর ফলেই গতকাল ধরা পড়ে দুষ্কৃতীদের দল। আরপিএফ এর পক্ষ থেকে ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে আধিকারিকরা। এরপর আরপিএফ-এর পক্ষ থেকে তাদের হাওড়া স্টেশনের জিআরপির হাতে তুলে দেওয়া হয়। আজ তাদের হাওড়া আদালতে তোলা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *