Kolkata Traffic Update : বিষ্যুদের শহরে দিনভর মিটিং-মিছিল, কোন রাস্তায় দ্রুত পৌঁছবেন অফিসে? – kolkata police shares traffic update on 2 november 2023 there are some scheduled rally in the city


সকালেই কর্মস্থলে যেতে গিয়ে পড়তে হবে ট্রাফিক জ্যামের মুখে? বৃহস্পতিবার শহরে যান চলাচল ব্যবস্থা কেমন থাকবে? জেনে নিন কলকাতা শহরে ট্রাফিক আপডেট একনজরে।

ট্রাফিক আপডেট কী?

কলকাতা ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, কলকাতায় সকাল ১১ টা নাগাদ স্ট্যাটসম্যান সাউথ গেটে টিপু সুলতান মসজিদের কাছ থেকে একটি মিছিল বেরিয়ে জহরলাল নেহেরু রোড ধরে আমেরিকান সেন্টারের কাছে পৌঁছবে। এই মিছিলে ৩০০ থেকে ৪০০ লোক সমাগম হওয়ার কথা রয়েছে। ওই রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ করা হবে।


কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

এছাড়া আজকে দুপুর ১টা নাগাদ রামলীলা ময়দানে থেকে একটি মিছিল সংগঠিত হবে। সেটি এস এন ব্যানার্জি রোড, মৌলালি এভিনিউ হয়ে আর আর এভিনিউ পর্যন্ত যাবে। এই মিছিলে তিন থেকে চার হাজার লোক সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর একটার পর থেকে এস এন ব্যানার্জি রোড, মৌলালি এভিনিউ সহ সংশ্লিষ্ট রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়েছে।
কলকাতায় যান চলাচল স্বাভাবিক রাখার ব্যাপারে একাধিক পদক্ষেপ করা হয়েছে ট্রাফিক পুলিশের তরফে। শহরে সকালের দিকে যান চলাচলের গতি কিছুটা কম থাকলেও বেলার দিকে গাড়ির চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। শহরে সকাল পর্যন্ত কোনও বড় দুর্ঘটনার খবর নেই। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, শহরবাসীকে ট্রাফিক রুল মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শহরের সারাদিনের ট্রাফিক আপডেট কলকাতা ট্রাফিক পুলিশের সোশ্যাল মিডিয়া পেজ এ আপডেট দেওয়া হবে। এছাড়াও সাধারণ নাগরিকরা। 033 2214 1475 নম্বর থেকে ট্রাফিক আপডেট জেনে নিতে পারবেন।

Road Accident in West Bengal : সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে রাজ্যে, কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গের স্থান কোথায়?
প্রসঙ্গত, কলকাতায় বেশ কিছু দুর্ঘটনা ঘটার পর থেকেই যান চলাচল নিয়ন্ত্রণের ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহণ দফতর একটি রিপোর্ট প্রকাশিত করেছে। সেখানে রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা 2021 সাল থেকে 2022 সালে বেশ কিছুটা বেড়েছে বলেই তথ্য দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দুর্ঘটনা রোধে কলকাতা পুলিশের তরফে সবরকম সতর্কতা অবলম্বন করা হবে বলেই জানানো হয়েছে। পাশাপাশি, শহরবাসীকে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য বলা হয়েছে। জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপার, সিগন্যাল মেনে গাড়ি চলাচল করার ব্যাপারে পুলিশের কড়া নির্দেশিকা রয়েছে। বাইক আরোহীদের হেলমেট পরে রাস্তায় চলাচলের ব্যাপারে নির্দেশিকা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *