তৃণমূল কংগ্রেস : ‘মিথ্যা কথা বলছেন…’, শুভেন্দুর বিরুদ্ধে মানহানি মামলা করার পথে তৃণমূল সাংসদ – tmc mp kakoli ghosh dastidar will lodge defamation case against suvendu adhikari


রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তৃণমূল সাংসদও দুর্নীতিতে জড়িয়ে বলে মন্তব্য করেন শুভেন্দু। এর পরিপ্রেক্ষিতে তাঁকে আইনি নোটিশ পাঠান কাকলি। সদর্থক উত্তর না পেলে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ।

কী বললেন কাকলি?

হাবড়ায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে কাকলি বলেন, ‘উনি আমার নামে মিথ্যা কথা বলেছেন, কোনও প্রমাণ ছাড়া কথা বলেছেন। আমার তাতে সম্মানহানি হয়েছে। আমার পরিবারের সম্মানহানি হয়েছে।’ এরপরেই কাকলি বলেন, ‘উনি সদর্থক ভূমিকা নিয়ে একটি সঠিক জবাব দিতে না পারেন, তাহলে ১০০ কোটি টাকার মানহানির মামলা করব।’

তৃণমূলের বিজয়া সম্মিলনী

জ্যোতিপ্রিয় ছাড়াই হাবড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মিসভার পাশাপাশি অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী। আর সেখানেই উপস্থিত থাকলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার হাবরা পুরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, প্রাক্তন চেয়ারম্যান তপতী দত্ত সহ তৃণমূলের হাবরার নেতৃত্বরা। তবে এদিন বারংবার ঘুরে ফিরে আসল রেশন দুর্নীতি বন্টন মামলায় এডির হাতে গ্রেফতার হওয়া হাবরার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়র নাম

জ্যোতিপ্রিয় প্রসঙ্গ

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে বারংবার মুখোমুখি হতে হয় দুর্নীতির অভিযোগে ইডি হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় প্রসঙ্গে। তবে সু কৌশলে চক্রান্তের ব্যাখ্যা তুলে দলকেই এগিয়ে রাখেন তৃণমূলের হেভিওয়েট সংসদ।

Nadia News : পঞ্চায়েতের টিকিট বন্টন নিয়ে জমেছিল গোঁসা, বিজয়া সম্মিলনীতে ক্ষোভ উগরে দিলেন নদিয়ার তৃণমূল বিধায়ক
পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধেও সুর চরান কাকলি। কেন্দ্রীয় সরকার ও রাজ্যের বিরোধী দল চক্রান্ত করছে তৃণমূলের বিরুদ্ধে বলে মদ বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার এর। তবে এই চক্রান্ত ও দুর্নীতির অভিযোগ তুলে মানুষকে ভুল বুঝিয়ে বিপথে পরিচালনা করা যাবে না সামনেই লোকসভা নির্বাচন মানুষ সঠিক পথে বেছে নেবে বলে আশা সাংসদের। লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় বিজয়া সম্মিলনী করার পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। সেই মতো উত্তর ২৪ পরগনা জেলাতেও একাধিক জায়গায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। দলীয় নেতা, কর্মীদের সঙ্গে বৈঠক এবং আগামী দিনের লড়াইয়ের রূপরেখা তৈরির জন্যেই এই বৈঠক। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর কী সংগঠনের প্রভাব পড়বে, এ প্রসঙ্গে কাকলি জানান, দল দলের মতো চলবে। তৃণমূলের ‘ মজবুত সংগঠন’ এ কোনও প্রভাব পড়বে না বলে তাঁর মত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *