জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় ছাত্রাবাসের প্রাচীর টপকে পালিয়ে যায় ওই তিন পড়ুয়া। বিদ্যালয়ের পক্ষ থেকে গোয়ালপোখর থানার লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও তাদের সন্ধান মেলেনি। এই ঘটনায় ছাত্রের পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ ছাত্রদের পরিবারের তরফ থেকে এই ঘটনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকেই দায়ী করেছেন। তাদের দাবি, ছাত্রদের দিকে পর্যাপ্ত নজর রাখা হয়নি। এমনকী ছাত্রাবাসের নিরাপত্তাতেও যথেষ্ট ঘাটতি রয়েছে। ‘নইলে তিনটে বাচ্চা পাঁচিল টপকে চলে গেল, তা কারও নজরে পর্যন্ত পড়ল না।’ ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
উল্লেখ্য, গোয়ালপোখর থানার গোয়াগাঁও গ্রামের একটি বেসরকারি বিদ্যালয় থেকে তিন ছাত্র বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে বৃহস্পতিবার সন্ধে বেলায় পালিয়ে যায়। এই বিদ্যালয়ে গোয়ালপোখর, চাকুলিয়া ব্লকের বেশ কিছু ছাত্র ছাত্রাবাসে থেকে পড়াশুনা করে। চাকুলিয়া দুই জন তৃতীয় শ্রেনীর ছাত্র এবং গোয়ালপোখরের একজন পঞ্চম শ্রেনীর ছাত্র বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতেই ওই তিন ছাত্র পালিয়ে যায় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছেন।
আগামী ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ভারত -দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ইতিমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তবুও অন্যতম শক্তিশালী দল হিসেবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের এই টক্করের রয়েছে বাড়তি আর্কষণ। সবথেকে বড় কথা বিশ্বকাপে এই প্রথম ইডেনে খেলতে নামছে ইন্ডিয়া। সেই ম্যাচ দেখার আশাতেই বৃহস্পতিবার রাতে ছাত্রাবাসের প্রাচীর টপকে তিন ছাত্র পালিয়ে যায় বলে অভিযোগ। পরে ছাত্রাবাসের ওয়ার্ডেনের বিষয়টি নজরে আসে। বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পরই তারা খোঁজাখুজি শুরু করেন। পলাতক ছাত্রদের সন্ধ্যান না পেয়ে শেষ পর্যন্ত গোয়ালপোখর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে ছাত্র পালিয়ে যাবার ঘটনা এর আগে ঘটেনি বলে দাবি কর্তৃপক্ষের। ছাত্রদের বন্ধুরা জানিয়েছেন তারা তিন জনই ক্রিকেট খুব ভালোবাসে ছিলেন। তিন ছাত্র নিখোঁজের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকেই তারা দায়ী করছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।