Anubrata Mondal And Kajal Sheikh Tmc Leader Cartoon Banner On Toto At Santiniketan


কে এগিয়ে অনুব্রত না কাজল? সত্য ও অসত্যের পথে চললে কার কেমন পরিণতি? বীরভূমের দুই প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে এবার মজার কার্টুন দেখতে পাচ্ছেন শান্তিনিকেতনবাসী। অতি পরিচিত সুকেশ চক্রবর্তীর টোটোর পেছনে উঠে এল নতুন কার্টুনের ব্যানার।

কী লেখা টোটোর ব্যানারে?

বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এর একটি ছবি দিয়ে লেখা রয়েছে, ‘সত্য পথে চললে পরে জীবনে অনেক দুঃখ কষ্ট আসে। কিন্তু সত্যের জয় হয় শেষে।’ এরপরেই, অনুব্রত মণ্ডলের একটি কার্টুন এঁকে তার পাশে লেখা – ‘অসৎ পথে চললে পরে এই পরিণতি হয় শেষে।’ দুই প্রভাবশালী নেতার ছবি দিয়ে মজার কার্টুন উপভোগ করছেন তাঁর যাত্রীরা।

কী জানা যাচ্ছে?

বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে কটাক্ষ, ঘটনার প্রতিবাদী ছবির পোষ্টার নিয়ে শান্তিনিকেতনের রাস্তায় ঘুরে বেড়ায় ঠাকুরের টোটো। টোটো চালকের নাম সুকেশ চক্রবর্তী। বিভিন্ন সময় অনুব্রত মণ্ডল পার্থ -অর্পিতা সহ বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে পোষ্টার নিয়ে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। সেই ঠাকুরের টোটোতেই এবার দেখা মিলল অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের পোস্টার। যেখানে তুলে ধরা হয়েছে দুই নেতার ভালো ও খারাপ দিক।
উল্লেখ্য, জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের প্রচ্ছন্ন বিরোধ নিয়ে জোর চর্চা ছিল একটা সময়ে। মাঝে গোরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়ে বর্তমানে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এদিকে, পঞ্চায়েত নির্বাচনের পরেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হওয়ার সুযোগ পেয়েছেন কাজল শেখ। জেলার রাজনীতির অনুব্রত পরিপন্থী কাজল উঠে এসেছেন প্রচারের শীর্ষে।

অনুব্রত মণ্ডল গুরু

ফায়েজুল হক ওরফে কাজল শেখ অবশ্য কিছুদিন আগেই অনুব্রত মণ্ডলকে গুরু বলে সম্বোধন করেন। এমনকি, তাঁর আশীর্বাদ নিতে দিল্লি যাবেন বলেও জানান কাজল। তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডল আমার রাজনৈতিক অভিভাবক। অবশ্যই তার সঙ্গে দেখা করতে দিল্লি যাব। এর আগে বীরভূম জেলার যে ৫১ টি সতীপীঠ বা পবিত্র স্থানগুলি আছে সেই জায়গাগুলোতে গিয়ে আগে আশীর্বাদ নেব।’

Kajal Sheikh TMC : কাজলের গলায় অনুব্রতর স্লোগান! বীরভূমে ফের ‘খেলা হবে’-র ইঙ্গিত? তুঙ্গে চর্চা
এমনকি, অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পর এখনও জেলা পরিষদের কোনও পরিবর্তন করা হয়নি। সেখানে বকলমে জেলার সংগঠন সামলানোর অন্যতম ভূমিকা পালন করছেন কাজল শেখ। তবে তাঁদের দুজনকে নিয়ে এই কার্টুন যে শান্তিনিকেতনের বাসিন্দাদের মজা দেবে সে কথা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *