DA News: DA আন্দোলনকারীদের মঞ্চে নাটক করা পরেই বাতিল নাট্যউৎসব, বিতর্কে মুখ খুলল পুরসভা – chakdaha natyajan show allegedly got canceled after performing in sangrami joutha mancha stage


নাট্য উৎসবের হলের অনুমোদন বাতিল নিয়ে তুঙ্গে বিতর্ক। গত বৃহস্পতিবার DA আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চে চাকদার নাট্যজন জগাখিচুড়ি নাটকটি উপস্থাপন করে। এরপরেই বৃহস্পতিবার কল্যানী পুরসভার তরফে একটি চিঠি পায় চাকদা নাট্যজন।

সেখানে বলা হয়, ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চাকদা নাট্যজনের নাট্য উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কল্যানী ঋত্বিক সদনে। কিন্তু, সরকারি অনুষ্ঠান থাকার জন্য সেই অনুমোদন বাতিল করা হয় বলে জানানো হয়। এরপরেই বিতর্ক তৈরি হয়, DA আন্দোলনকারীদের মঞ্চে নাটক উপস্থাপনের পরই কেন এই নির্দেশ? বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন

এই নির্দেশিকা প্রসঙ্গে টেনে চাকদার নাট্য ব্যক্তিত্ব সুমন পাল একটি ফেসবুক পোস্টে লেখেন, “আজকের দিনটা চাকদার নাট্যজনের কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের জগাখিচুড়ি নাটকের অভিনয় করতে পেরেছি সংগ্রামী যৌথ মঞ্চে।ওখানে গিয়ে আমাদের অভিনয় করতে পেরেছি, আমরা সত্যিই অভিভূত। এত মানুষ রাতের পর রাত নিজেদের ন্যায্য দাবিতে খোলা আকাশের নীচে রয়েছেন। তাদের এই লড়াই এর শরিক আজ আমরা হতে পারলাম। তারপরেই সন্ধ্যা ৭.৩০ মিনিটে তপন থিয়েটারে আমরা প্রচুর মানুষের সামনে আমরা অভিনয় করলাম জগাখিচুড়ি। সবাইকার ভালোবাসায় আমরা আপ্লুত।”

তিনি আরও লেখেন, “প্রসঙ্গত উল্লেখ করি আজ আমাদের কাছে সন্ধ্যা ৭.১৯ মিনিটে কল্যানী পুরসভা মেল করে জানায় আগামী ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর অব্ধি সরকারি অনুষ্ঠানের জন্য হল ব্যবহার বাতিল করা হল। আমরা এই চারদিনে দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ছয়টি নাটক কল্যানী শহরে মঞ্চায়ন করতে চেয়েছিলাম। উৎপল দত্তের ‘ব্যারিকেড’ সহ দেবেশ চট্টোপাধ্যায়ের নাট্যজীবনের ৩৫ বছর আমরা উদযাপন আমরা করতে চেয়েছিলাম শুধুমাত্র। পারলাম না।”

DA Case Update: রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে বড় আপডেট, শুক্রে সুপ্রিম শুনানি
তাঁর সংযোজন, “থিয়েটারের মত গুরুত্বপূর্ণ একটি কাজকে স্থগিত করে ওই চারদিন মঞ্চে কোনও সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার জন্য অপার বিস্ময়ে অপেক্ষায় রইলাম। আমাদের সামান্য শক্তি নিয়ে এই আয়োজন করতে চেয়েছিলাম,সব লণ্ডভণ্ড হয়ে গেল। যারা টিকিট কেটেছেন তাদের টাকা আমরা ফেরত দেব।আমরা পুরো বিষয়টার জন্য ক্ষমাপ্রার্থী।”

যদিও এই প্রসঙ্গে কল্যানী পুরসভার চেয়ারম্যান নিলিমেষ রায় বলেন, “আমাদের একটি অনুষ্ঠান ডিসেম্বর মাসে করার উদ্যোগ ছিল। স্বনির্ভর গোষ্ঠীর মেলা। সেই তারিখটা খেয়াল ছিল না। পরে রিমাইন্ডার আসার পর আমারা এই তারিখগুলি পিছিয়ে দিই। ওই মেলাটা করতেই হবে। আর সেই জন্য রক্তদান, ব্যাঙ্কের মিটিং প্রত্যেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে। আমি নিজেও নাটক করি। নাট্যদলের অবস্থা বুঝি। তাই আমি অনেকটা আগে বিষয়টা এনেছি। ছুটি না থাকলে আরও আগে বিষয়টি নিয়ে আসতাম। এতে কোনও বিতর্ক নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *