Duare Sarkar Camp : বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরবঙ্গের ৩ জেলায় বিশেষ দুয়ারে সরকার ক্যাম্প, জানুন কবে? – duare sarkar camp for three districts at north bengal announced by chief minister mamata banerjee


সিকিমে ধস এবং লাগাতার বর্ষনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে জলের তোড়ে। অনেক পরিবারের গুরুত্বপূর্ণ নথি, সরকারি দলিল কাগজপত্র নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে। তাঁদের জন্য বিশেষ দুয়ারে সরকার শিবিরের আয়জন করতে চলেছে রাজ্য সরকার।

কী জানা যাচ্ছে?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন জানান, সিকিমের সাম্প্রতিক তিস্তা ধসের কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বিশেষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে। আমাদের পাহাড় এবং ডুয়ার্স এলাকার বিস্তীর্ণ এই দুয়ারে সরকার শিবিরের অধীনে থাকবে।

কেন হচ্ছে এই ক্যাম্প?

মুখ্যমন্ত্রী এদিন জানান, শিবিরগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তাঁদের হারিয়ে যাওয়া/ক্ষতিগ্রস্ত রেশন এবং সামাজিক সুরক্ষা কার্ডগুলি নতুন করে পেতে সাহায্য করার জন্য পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরা স্থানীয়ভাবে ক্যাম্পের তারিখ ঘোষণা করছেন।

কবে হবে ক্যাম্প?

রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, বিশেষ দুয়ারে সরকার শিবির থেকে অন্যান্য ক্যাম্পের মতো একাধিক সরকারি পরিষেবা সংক্রান্ত সাহায্য করা হবে নাগরিকদের। খাদ্যসাথী থেকে স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভোটার কার্ড থেকে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সব প্রকল্প গুলির সুবিধাই পাওয়া যাবে এই ক্যাম্প থেকে। জানানো হয়েছে, আগামী ৭ ও ৮ নভেম্বর অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গল-বুধবার আবেদনপত্র গ্রহণ করা হবে। ১৭ এবং ১৮ নভেম্বর সরকারি সুবিধা প্রদান করা হবে।

Mamata Banerjee : ‘ভুল তথ্য ছড়ানো হচ্ছে…’, রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার
সম্প্রতি অতি বৃষ্টি এবং সিকিম ধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের একাধিক এলাকা। বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন এই বন্যার ফলে। পরিবারের গুরুত্বপূর্ণ নথি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকেই। নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার আগে বিভিন্ন সরকারি কাজে অসুবিধায় পড়তে হচ্ছে তাঁদের। সেই কথা মাথায় রেখেই উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য এবার বিশেষ দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করতে চলেছে সরকার। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হতে চলেছে।
উল্লেখ্য, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলির সুবিধা মানুষের দুয়ারে পৌঁছে দিতে এই শিবিরের পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২০২১ সাল থেকে এই শিবিরের আয়োজন করা হচ্ছে কয়েক মাস অন্তর। তবে এই প্রথম বিশেষ সুবিধা দেওয়ার জন্য উত্তরবঙ্গের ৩ জেলায় দুয়ারে সরকার শিবিরের আয়জন করা হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *