শুক্রের ট্রাফিক আপডেট
কলকাতা পুলিশের লালবাজার কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে শহরের যান চলাচলের গতি সর্বত্র স্বাভাবিক। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। শহরের কোনও রাস্তায় এই মুহূর্তে যানজটের কোনও খবর নেই। বিমানবন্দর যাওয়ার পথ ইএম বাইপাস ও ভিআইপি রোডে স্বাভাবিক রয়েছে যান চলাচল।
মিটিং-মিছিলে স্তব্ধ হবে যান চলাচলের গতি?
শুক্রের কলকাতায় বড় কোনও মিটিং বা জনসভা না থাকলেও রয়েছে একাধিক মিছিল। সেই কারণে শহরের যান চলাচল সাময়িক বাধাপ্রাপ্ত হতে পারে। কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুম জানিয়েছে, ১২টা নাগাদ রয়েছে একটি মিছিল। মুরলীধর সেন লেন থেকে ওই মিছিল বেরিয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং অবধি যাবে। এই মিছিলে ১০০-১২০ জনের মতো জমায়েত হবে।
দুপুর ২টো নাগাদ স্টেটম্যানস হাউজ থেকে গান্ধী মূর্তি অবধি একটি মিছিল রয়েছে। এই মিছিল মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশ অবধি যাবে। এই মিছিলে ১ হাজার জনের বেশি জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেটিয়াবুরুজেও রয়েছে একটি মিছিল। জব্বরহাটের কাছে একটি প্রতিবাদ মিছিল হবে। সেখানে দেড় হাজার জনের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ
১ নভেম্বর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী ছয় লেনের এই গুরুত্বপূর্ণ সেতুতে মেরামতির কাজ করছে HRBC। সেই কারণে আগামী আটমাস ধরে এই সেতু দিয়ে কলকাতা ও হাওড়ামুখী যান নিয়ন্ত্রণ করা হবে। কোনও ভারী বা মাঝারি পণ্যবাহী গাড়ি এই সেতুতে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
শহরবাসীকে KP-র পরামর্শ
কলকাতা শহরের বাসিন্দাদের একাধিক পরামর্শ দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। রাস্তা পারাপারের সময় পথচারীদের জেব্রা ক্রসিং মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে চালকদেরও ট্রাফিক সিগন্যাল ও আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। বাইক চালকদের ক্ষেত্রে হেলেমেট পরা বাধ্যতামূলক। নইলে পুলিশের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।