বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে বেড়েছে গাঁজা সেবনের প্রবণতা। সেই গাঁজা জোগান দিতে শিলিগুড়িকে করিডর করে দেদারে বিহারে গাঁজা পাচারের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিত্য নতুন কায়দায় গাঁজা এরাজ্য থেকে বিহারে পাঠানো হচ্ছে। মূলত কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে বিহারে যাচ্ছে লাখ লাখ টাকার গাঁজা। গত কয়েক মাসে শিলিগুড়িতে কয়েক লাখ টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এই গাঁজা বিহারে পাচারের পরিকল্পনা ছিল।
পুলিশ সূত্রে খবর, অ্যাম্বুলেন্স, ট্রাক, সবজির আড়ালে গাঁজা পাচার হচ্ছে। বৃহস্পতিবার শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে ১৩৮ কেজি গাঁজা সহ দুইজনকে ধরে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পরে দুইজনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের নাম প্রদীপ সরকার এবং সুদীপ দাস।দুজনই কোচবিহারের বাসিন্দা। গোপন সূত্রে এসটিএফ এর কাছে খবর আসে যে মাটিগাড়া থেকে গাড়িতে করে গাঁজা পাচার করা হবে।এই খবর পেয়েই মাটিগাড়ার ফাঁসিদেওয়া আন্ডারপাসে অভিযান চালায় এসটিএফ। এরপরই পিকআপ ভ্যানটি আটক করা হয়। পিকআপ ভ্যানে গোপন চেম্বার বানিয়ে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া গাজার বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
পুলিশ সূত্রে খবর, অ্যাম্বুলেন্স, ট্রাক, সবজির আড়ালে গাঁজা পাচার হচ্ছে। বৃহস্পতিবার শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে ১৩৮ কেজি গাঁজা সহ দুইজনকে ধরে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পরে দুইজনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের নাম প্রদীপ সরকার এবং সুদীপ দাস।দুজনই কোচবিহারের বাসিন্দা। গোপন সূত্রে এসটিএফ এর কাছে খবর আসে যে মাটিগাড়া থেকে গাড়িতে করে গাঁজা পাচার করা হবে।এই খবর পেয়েই মাটিগাড়ার ফাঁসিদেওয়া আন্ডারপাসে অভিযান চালায় এসটিএফ। এরপরই পিকআপ ভ্যানটি আটক করা হয়। পিকআপ ভ্যানে গোপন চেম্বার বানিয়ে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া গাজার বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
এদিকে কয়েকদিন আগে ক্যানেল রোডে একটি অ্যাম্বুল্যান্স আটক করেছিল পুলিশ। অ্যাম্বুল্যান্সে রোগীর আত্মীয় সেজে পাচারকারীরা গাঁজা বিহারে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। এছাড়াও গত কয়েকমাসে শিলিগুড়ির এনজেপি, মাটিগাড়া, ভক্তিনগর, বাগডোগরা, প্রধাননগর থানার পুলিশ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। এমনকি পুলিশের থেকে বাচতে মহিলাদের দিয়েও গাঁজা পাচার করানো হচ্ছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি অভিযানে মহিলারাও গ্রেফতারও হয়েছে।