Quest Mall Suicide : ৭ তলা থেকে মরণঝাঁপ! যুবকের কাণ্ডে কোয়েস্ট মলে ‘আতঙ্ক’ – park circus youth jumps from quest mall sixth floor and takes his life


শহর কলকাতার জনপ্রিয় শপিং মলে মর্মান্তিক ঘটনা। পার্ক সার্কাস এলাকার কোয়েস্ট মলের সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মৃত যুবকের নাম মহম্মদ আমিন রউফ (২২)। তিনি কড়েয়া এলাকার ব্রড স্ট্রিটের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই যুবক আইনের ছাত্র বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা।

ঠিক কী ঘটনা

পার্ক সার্কাস এলাকার এই শপিং মলে প্রতিদিন অসংখ্য মানুষের জমায়েত হয়। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মলের সাত তলা থেকে মরণঝাঁপ দেন ওই যুবক। মলের চৌহদ্দির মধ্যে পার্কিং লটের ৪ নম্বর গেটের কাছে পড়ে তাঁর দেহ। আওয়াজ পেয়ে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় কড়েয়া থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের কাছ থেকে পাওয়া নথি থেকে তাঁর পরিচয় জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Lulu Shopping Mall : শপিং মলে মহিলার পিছনে দাঁড়িয়ে অসভ্যতা! ক্যামেরাবন্দি যুবকের কীর্তি
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ওই যুবক ঠিক কী কারণে আত্মঘাতী হলেন, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। পুলিশের তরফে যুবকের পরিবারকে খবর পাঠানো হয়েছে। ওই যুবক মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন না পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন কড়েয়া থানার তদন্তকারী আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও এই নিয়ে কথা বলা হতে পারে।

কোয়েস্ট মলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পার্ক সার্কাস এলাকার কোয়েস্ট মল শহরের জনপ্রিয় শপিং মলগুলির মধ্যে অন্যতম। এখানে বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের বিপনী থাকার পাশাপাশি রয়েছে সিনেমা হল ও নানা ধরনের খাবারের দোকান। প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন কারণে এই শপিং মলে ভিড় করেন। সেখানে কী ভাবে এই যুবক সাত তলা থেকে ঝাঁপ দিলেন? বিষয়টি কী ভাবে মলের নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে গেল? সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, স্থানীয়দের দাবি কোয়েস্ট মলে কয়েক বছর আগেও এই ধরনের একটি ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মহম্মদ রহমান বলেন, ‘শপিং মলে প্রচুর মানুষ আসেন। সেখানে এই ধরনের ঘটনা মলের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। কয়েক বছর আগেও এই ধরনের একটি ঘটনা ঘটেছে। কোয়েস্টের নিরাপত্তা আরও জোরদার করা উচিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *