আবহাওয়া ৫ নভেম্বর ২০২৩ : নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের ‘আলতো চুমু’! হাওয়া বদল নিয়ে বড় আপডেট দিল আলিপুর – weather forecast 5 november 2023 winter season update when will west bengal witness winter know details


হেমন্তের হাওয়া, শীত কি তবে দোরগোড়ায়! আসব আসব করেও যেন ইতস্তত করছে ঠান্ডা। বরং তার জায়গায় কোথা দিয়ে যেন মুখ লুকিয়ে চুরিয়ে হাজির হয়েছে বৃষ্টি। আর তার জন্যই কি কোনও কারণে বিলম্ব হতে চলেছে শীত! পুবালী হাওয়ার প্রভাব বিস্তার কবে থেকে? প্রশ্ন সাধারণ মানুষের। ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

বঙ্গে শীতের ঘণ্টা!

তাপমাত্রা নামবে। হালকা শীতের আমেজ, গরম চায়ে চুমুক, পিঠে, এই টুকু ছাড়া আর বাঙালির ঠিক কী চায়! আর সেই শীতপ্রেমী বাঙালি পুজোর পর থেকেই দিন গুণতে শুরু করে শীতের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ৬ নভেম্বর থেকে ফের হাওয়া বদল হতে পারে দক্ষিণবঙ্গে। কমবে জলীয় বাষ্প। নামবে তাপমাত্রা। শুষ্ক শীতের আমেজ অনুভূত হতে চলেছে।

তবে আপাতত কনকনে ঠান্ডার দেখা পাওয়ার সম্ভাবনা নেই, জানা যাচ্ছে এমনটাই। নভেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে কনকনে ঠান্ডার দেখাও পাওয়া যাবে না। ধীরে ধীরে বাড়তে পারে উত্তুরে হাওয়ার দাপট।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

শহর কলকাতাতে রাতের তাপমাত্রাও সেভাবে কমছে না। জেলায় জেলায় রাতের দিকে হালকা শিরশিরানি ভাব থাকলেও এখনও কলকাতায় ফুলস্পিডে চালাতে হচ্ছে পাখা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি কবে বদলাবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই হাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। শীতের সামান্য বিলম্ব রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ পড়েছে। নতুন করে ঠান্ডা পড়ার সম্ভাবনা এখনই নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দুর্যোগের সম্ভাবনা নেই। ফলে শীত অনুভব করতে পারবেন সেখানকার বাসিন্দারা।

এদিকে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং মুজফফরাবাদে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের কেরালা, মাহেতে রয়েছে বৃষ্টিপাত হতে পারে। উল্লেখ্য, এল নিনোর ঠিক কী প্রভাব শীতের উপর পড়বে, তা নিয়ে আশঙ্কার সুর শোনা গিয়েছে আবহবিদদের একাংশের কণ্ঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *