স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে! চাঞ্চল্যকর ঘটনা ভাঙড়ে, ধৃত ২ – narendrapur police arrested woman for unnatural death of his husband form bhangar


জমি নিয়ে বিবাদ! আর তার জেরেই এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্ত্রী এবং সন্তানের বিরুদ্ধে। বস্তাবন্দী দেহ উদ্ধার জলাশয় থেকে। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায়। মৃত ব্যক্তির নাম রহমান গায়েন। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছে মৃতের স্বামী ফতেমা বিবি ও আরেক অভিযুক্ত রিন্টু মোল্লা। মৃতের অভিযুক্ত ছেলে পলাতক। তল্লাশি জারি পুলিশের।

কী জানা যাচ্ছে?

স্ত্রী ও সন্তান মিলে এক ব্যক্তিকে খুনের অভিযোগ। সম্পত্তির কারণেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। খুনের পর সোনারপুরের খেয়াদহ ২ পঞ্চায়েতের হরপুরে একটি জলাশয়ে বস্তাবন্দী করে ফেলে যাওয়া হয় দেহ। গত ২২শে অক্টোবর অষ্টমীর দিন জলাশয় থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। জলাশয় পরিষ্কার করতে গিয়ে বস্তাবন্দি দেহ পায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

পুলিশ কী জানাচ্ছে?

পুলিশ সূত্রে খবর, দেহটি পাওয়ার পর ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে খুনের তত্ত্ব উঠে আসে। দেহটি চিহ্নিতকরণ করা হয়। এরপরেই মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্ত চালিয়ে এরপর মৃত ব্যক্তির স্ত্রী ফতেমা বিবি এবং দেহ লোপাটের কাজে সাহায্যকারী রিন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা কী জানাচ্ছেন?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড় থানা এলাকার মাধবপুরের বাসিন্দা রহমান গায়েন। সেই ব্যক্তির নামে বেশ কিছু জমিজমা ছিল। জমি নিয়ে বিবাদ ছিল পরিবারে। তিনি তাঁর স্ত্রী এবং সন্তানকে সেই জমি না দিয়ে বিক্রি করছিলেন বলে দাবি করা হচ্ছে। সেই নিয়েই পারিবারিক বিবাদ। তার জেরেই স্ত্রী ও সন্তান মিলে বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

প্রতিহিংসা! মাংসে বিষাক্ত মাশরুম মিশিয়ে শ্বশুর-শাশুড়িকে খুন? ৩ মাস পর পুলিশের জালে বউমা
ঘটনার দিন রাতেই দেহকে বস্তাবন্দি করে ভাঙড় থেকে বাইকে করে নিয়ে এসে দেহ ফেলে যায়। ধৃত স্ত্রী ফতেমা বিবি ও প্রতিবেশী যুবক রিন্টু মোল্লা। ছেলে পলাতক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা। ডিএসপি জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে তোলা হবে। তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। এর সঙ্গে আর যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *