আলিপুর হাওয়া অফিসের ফেসবুক হ্যাক
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, তাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, IMD Kolkata নামের এই ফেসবুক পেজটি সাইবার অপরাধীদের হাতে চলে গিয়েছে। হ্যাকারদের কৃতিত্বে আবহাওয়ার পূর্বভাসের বদলে ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এক অজ্ঞাত পরিচয় তরুণীর অশ্লীল রিলস। এই ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর, ভিয়েতনাম থেকে হ্যাক করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের ফেসবুক। তবে পেজটি কোথা থেকে পরিচালনা করা হচ্ছে, তা এখনও বোঝা যায়নি।
কী বলছে হাওয়া অফিস?
আলিপুর হাওয়া অফিসের তরফে বিবৃতি জারি করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের কথা জানানো হয়েছে। একই সঙ্গে আবহাওয়ার প্রতি মুহূর্তের আপডেট জানানোর জন্য খোলা হয়েছে নয়া ফেসবুক অ্যাকাউন্ট। সেই পেজের লিঙ্ক বিবৃতির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি নিয়ে লালবাজার ক্রাইমে অভিযোগ জানানো হয়েছে।
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস এই সময় ডিজিটালকে বলেন, ‘এটা নিয়ে বিশেষ কোনও কিছু বলার নেই। আমরা ইতিমধ্যেই বিবৃতি প্রকাশ করে বিষয়টি সবাইকে জানিয়ে দিয়েছি। আমরা নতুন একটি ফেসবুক পেজ খুলেছি। লালবাজারের সাইবার ক্রাইমকে গোটা বিষয়টি জানানো হয়েছে।’
আরও জানতে রিফ্রেশ করুন…