Cyber Crime : শুক্রাণু বিক্রি করে ২৫ লাখ-দামি গাড়ি! লোভে পা দিয়ে সর্বশান্ত ময়নার যুবক – one man from moyna lost 7 lakh rupees as he fall for a cyber trap in the name of sperm donation


‘ভিকি ডোনার’ ছবিটি অনেকের চোখ খুলে দিয়েছিল। বন্ধ্যাত্ব প্রসঙ্গে সচেতনতা থেকে শুরু করে প্রযুক্তির সৌজন্যে মাতৃত্বের স্বাদ, হরেক বার্তায় সিনেমাটি সুপারহিট হয়। কিন্তু, মোটা টাকার বিনিময়ে স্পার্ম ডোনেশনের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদ পাতছে অসাধু চক্র! আর তাতে পা দিয়ে রীতিমতো সবকিছু খোয়ালেন ময়নার এক যুবক।

ময়না থানার বিষ্ণুমিশ্রচকের বাসিন্দা বছর ৩৩ শের গণেশ বাগ। সম্প্রতি ফেসবুকে বিজ্ঞাপন দেখে স্পার্ম ডোনেট করতে সম্মত হন তিনি। কিন্তু, কিছুদিন পর গণেশ বুঝতে পারেন তিনি প্রতারণাচক্রের শিকার হয়েছেন। নানা কৌশলে কয়েক লাখ টাকা তাঁর থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যেই।

এই অবস্থা থেকে রেহাই পেতে তিনি পূর্ব মেদিনীপুরের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। ইণ্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর তথ্য অনুযায়ী, স্পার্ম ডোনরদের সঙ্গে যোগাযোগ করতে হলে তা অবশ্যই স্পার্ম ব্যাঙ্কের মাধ্যমেই যাওয়া উচিত। কিন্তু, এই নিয়ে অনেকের মধ্যেই এখনও সঠিক ধারনা নেই। যার সুযোগ নিচ্ছে সাইবার দুষ্কৃতীরা। সোশ্যাল মিডিয়ায় স্পার্ম ডোনার চেয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞাপন। মোটা টাকার লোভে সেই ফাঁদে পা দিলেই সব কিছু খোয়াতে হচ্ছে অনেককেই।

জানা যায়, এই গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল গত অগাস্ট মাসে। পেশায় সোনার কারিগর বছর ৩৩-এর গণেশ সেই সময় কর্মসূত্রে থাকতেন অন্ধ্রপ্রদেশে। ফেসবুকে স্পার্ম ডোনারের বিজ্ঞাপন দেখে ২৫ লাখ টাকা এবং চারচাকা গাড়ির লোভে তিনি স্পার্ম ডোনেট করতে রাজি হয়ে যান। এরপর তাঁকে ফোন করে বলা হয়, স্পার্ম ডোনার হিসেবে তিনি সক্ষম কিনা তা জানার জন্য ভিডিয়ো কল করে তাঁকে নগ্ন শরীর দেখাতে হবে। আর তিনি রাজি হতেই তাঁর অজান্তে গোটা বিষয়টি রেকর্ড করা হয়।

Pamela Goswami : লিঙ্কে ক্লিক করতেই গায়েব প্রায় ১ লাখ টাকা! সাইবার প্রতারণার শিকার জনপ্রিয় অভিনেত্রী
এরপর তা দেখিয়েই চলে ব্ল্যাকমেল। নানা কৌশলে হাতিয়ে নেওয়া হয় সাড়ে সাত লাখ টাকা। এরপর আরও টাকা চাওয়া হয় অভিযুক্তদের তরফে। তিনি তা দিতে রাজি না হলে সেই নগ্ন ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর ১ নভেম্বর পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জমা করেন তিনি।

কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম দফতরের তরফে কোনও মন্তব্য করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *