Fire Crackers,বাজারের জন্য ছাড়পত্র পাবে পাশ করা বাজি – kolkata police clearance fire crackers will be sold in market


এই সময়: পরীক্ষার জন্য পুলিশের কাছে যা জমা পড়েছে এবং তার মধ্যে থেকে যেগুলি ছাড়পত্র পাবে, বাজি বাজারে একমাত্র সেই বাজিগুলিই বিক্রি করা যাবে। এর বাইরে অন্য কোনও বাজি বাজারে রাখা হলে তা বাজেয়াপ্ত করবে পুলিশ। করা হবে কড়া পদক্ষেপও–শুক্রবার বাজি সংক্রান্ত বৈঠকে পুলিশের পক্ষ থেকে এ কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো বাজি বাজার কর্তৃপক্ষ এবং বিক্রেতাদের।

আজ, শনিবার টালা পার্কের মাঠে বাজি পরীক্ষা করা হবে। এদিনই কলকাতা পুলিশ চারটি বাজি বাজার পরিদর্শন করবে। আগামীকাল, রবিবার কলকাতার পুলিশ কমিশনার বাজি বাজারের ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন। এ দিনের বৈঠকে বাজি বাজার সম্পর্কে বিস্তারিত নিয়মকানুন জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। সোমবার থেকে কলকাতার চারটি জায়গায় বাজি বাজার শুরু হওয়ার কথা।

এদিন চারটি বাজি বাজারের আয়োজক এবং বিক্রেতাদের পাশাপাশি বৈঠকে ছিলেন ক্ষুদ্র-ছোট ও মাঝারি শিল্প দফতর, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধি এবং সবুজ বাজি নিয়ন্ত্রণের মুখ্য নিয়ামক সংস্থা ‘নিরি’র এ রাজ্যের প্রধান বিজ্ঞানী। ছিলেন কলকাতা পুলিশের পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারেট ও বারুইপুর পুলিশ জেলার কর্তারা, দমকল-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরাও।

আপাতত বাজির শব্দসীমা ১২৫ ডেসিবেল ধরেই বাজি বাজারের আয়োজন করা হচ্ছে। যদিও এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে পরিবেশকর্মীদের সংগঠন ‘সবুজ মঞ্চ’। সেই মামলায় রাজ্যের হলফনামা চেয়েছে কোর্ট। হাইকোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষই।

পশ্চিমবঙ্গ বাজি ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শুভঙ্কর মান্না জানান, বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, বাজি বাজারে দু’টি দোকানের মধ্যে ৯ ফুট দূরত্ব রাখতে হবে। বাজি বাজারে রাখতে হবে অ্যাম্বুল্যান্স এবং দমকলের গাড়ি। বাজি পরীক্ষায় ছাড়পত্র পাওয়া ছাড়া অন্য কোনও বাজি যাতে না থাকে, তার দিকে আয়োজকদের খেয়াল রাখতে হবে।

Diwali 2023 : বাজি পরীক্ষায় পর্ষদে আর্জি পুলিশের, ফের বৈঠক পরশু
তাঁর দাবি, ‘আমরা সেগুলি মেনে চলছি।’ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কেবলমাত্র কিউআর কোডযুক্ত সবুজ বাজিই বিক্রি করা যাবে। ‘নিরি’র নিজস্ব এবং ‘গুগল’-এর কিউআর কোড স্ক্যানার দিয়ে যে কোড স্ক্যান করে বাজির বিশদ তথ্য পাওয়া যাবে, সেগুলিই বাজারে বিক্রি করা যাবে। এর বাইরে অন্য স্ক্যানার দিয়ে স্ক্যান করা বাজি নিষিদ্ধ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *