Kolkata Traffic : উইকএন্ডের শহরে ‘শনি’ যানজট? ট্রাফিক নিয়ে ‘বড়’ আপডেট কলকাতা পুলিশের – kolkata police gives update of city traffic and says there is no chance of any congestion today


শনিবারের শহরে ছুটির আমেজ। শহর কলকাতার অনেক অফিসই আজ বন্ধ। সেই কারণে রাস্তাঘাটে অফিসযাত্রীর তুলনা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে। তবে অনেককেই জরুরি প্রয়োজনের জন্য রাস্তায় বের হতে হবে। এই অবস্থায় শহরে কোথায় কেমন রয়েছে ট্রাফিক? কোন রাস্তায় ধরলে সহজে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে? সেই আপডেট দিল কলকাতা পুলিশ

শনির শহরের ট্রাফিক বৃত্তান্ত

এই মুহূর্তে কলকাতা শহরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এমনটাই জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুম। শহরের কোথাও বড় ধরনের কোনও দুর্ঘটনার কোনও খবর নেই। কোথাও কোনও বড় যানজট নেই বলে জানা গিয়েছে। বিমানবন্দর যাওয়ার রাস্তা ইএম বাইপাস ও ভিআইপি রোডেও যান চলাচলের গতি সম্পূর্ণ স্বাভাবিক। শনিবারের কলকাতায় যাত্রীদের জন্য ট্রাফিক মাথাব্যাথার কারণ হবে না বলেই মনে করা হচ্ছে।

মিছিল-মিটিংয়ের হালহকিকত

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, শনিবার শহরের উল্লেখ করার মতো কোনও মিছিল বা মিটিং নেই। সেই কারণে যান চলাচল বাধাপ্রাপ্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। বড় কোনও ঘটনা না ঘটলে, মোটের উপর দিনভর ট্রাফিক স্বাভাবিক থাকবে বলেই মনে করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা।

যান নিয়ন্ত্রণ পুলিশের

বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ মেরামতির কাজ শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। ছয় লেনের এই সেতুর দুটি লেন মেরামত করা হচ্ছে। সেই কারণে এই গুরুত্বপূর্ণ সেতুতে উঠতে দেওয়া হবে না কোনও ভারী বা মাঝারি পণ্যবাহী গাড়ি। নির্দেশিকায় জারি করে কলকাতা পুলিশ আগেই এই কথা জানিয়ে দিয়েছে। আগামী আট মাস এই ব্রিজ মেরামতির কাজ করবে হুগলির রিভার ব্রিজ কমিশনার্স। কলকাতা পুলিশের তরফে বেশ কিছু বিকল্প রুটের বন্দোবস্ত করা হয়েছে।

শহরবাসীকে পরামর্শ কলকাতা পুলিশের

শহরবাসীর উদ্দেশে একাধিক পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। রাস্তাঘাটে সাবধানে চলাফেরার করার আবেদন করা হয়েছে। রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহারের কথা বলেছে পুলিশ। রাস্তায় চলাচলের সময় হেডফোন ব্যবহার করা বিপজ্জনক বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে গাড়িচালকদের ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে। গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরা বাধ্যতামূলক। পুলিশ জানিয়েছে, গাড়ি চালানোর সময় কোনও চালককে মোবাইলে কথা বলতে দেখা গেলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *