Medinipur News,সই জাল করে সম্পত্তি হাতাল ছেলে-বৌমা! আদালতে মা – old woman in front of court complaint her son stole all the property by forging signature in medinipur


এই সময়, মেদিনীপুর: সই জাল করে সব সম্পত্তি হাতিয়ে নিয়েছেন ছেলে-বৌমা। এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন বৃদ্ধা। ঘটনা মেদিনীপুর শহরের নজরগঞ্জ সমাজবাড়ি এলাকার। তাঁর দাবি, তাঁকে বাড়ি থেকে তাড়ানোর জন্যে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। এমনকী, মারধরও করা হয়েছে। ছেলের বিরুদ্ধে থানাতেও গিয়েছেন বৃদ্ধা।

বৃদ্ধা মায়ের নাম মিনতি দে। বাড়ি মেদিনীপুর শহরের নজরগঞ্জ সমাজবাড়ি এলাকায়। স্বামী, দুই ছেলে, বৌমা, নাতি-নাতনিদের নিয়ে ছিল তাঁর সংসার। স্বামী মারা যাওয়ার আগে বাড়ি এবং সমস্ত সম্পত্তি লিখে দিয়ে যান স্ত্রীর নামে। স্বামীর মৃত্যুর পর বৃদ্ধার বড় ছেলে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। ছোট ছেলে এবং বৌমার সঙ্গে থাকতেন মা।

তাঁর অভিযোগ, ভুল বুঝিয়ে, আইনজীবীর কাছে নিয়ে গিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় ছেলে। বৃদ্ধা বলেন, ‘আমার স্বামী লিখে গিয়েছেন, যতদিন আমি বাঁচব, বাড়ি-ঘর, সমস্ত সম্পত্তি আমার নামে থাকবে। কিন্তু পরে জানতে পারি, ছোট ছেলে এই বাড়িঘর, সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে!’ অথচ তিনি কোনও কাগজে সই করেননি বলে জানিয়েছেন বৃদ্ধা।

তাঁর দাবি, ছেলে-বৌমা তাঁর সই জাল করে কাণ্ডটি ঘটিয়েছে। তাই নিজের সব সম্পত্তি ফেরত পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধা। তাঁর আরও অভিযোগ, সম্পত্তি লিখিয়ে নেওয়ার পরেই, বিভিন্ন অজুহাতে, কারণে-অকারণে বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করতে থাকেন ছেলে এবং বৌমা। এমকী, একাধিকবার তাঁর শ্বাসরোধ করার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Indian Railway Pension Rules : স্বামীর দুটি বিবাহে পেনশন নিয়ে জটিলতা, অবশেষে মুখে হাসি প্রথম স্ত্রীর
তাঁর দাবি, ছেলে-বৌমা ব্যাঙ্কে গচ্ছিত তাঁর টাকা, সোনার গয়না বিভিন্ন সময় ব্যবসার জন্যে দরকার বলে নিয়ে আর ফেরত দেননি। বৃদ্ধা মাকে আলাদা করে দেন। ঘরে ঢুকতে বাধা দেওয়া হতো তাঁকে। বিধবা ভাতার টাকা দিয়ে কোনও রকমে দু-মুঠো খেয়ে দিন কাটাচ্ছিলেন। মিনতি দেবী ছেলে-বৌমার নামে থানায় মারধরের অভিযোগ করেছেন। নিজের বাড়ি, সম্পত্তি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

অসহায় বৃদ্ধার আইনজীবী সমরেশ চক্রবর্তী বলেন, ‘মায়ের মতো এক বৃদ্ধা আমার কাছে আসেন বিষয়টা আদালতে জানানোর জন্যে। স্বামীর দেওয়া সম্পত্তি ফিরে পাওয়ার জন্যে আবেদন করেছেন তিনি। আইনের দ্বারস্থ হতে চান। অসহায় বৃদ্ধাকে আইনি সহায়তা দিয়েছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *