Purba Medinipur News : হোয়াটসঅ্যাপে মিলবে সুবিধা, তৃণমূলকে টেক্কা দিতে এবার ‘পাড়ায় প্রধান’ কর্মসূচি বিজেপি পরিচালিত গ্রামে – purba medinipur bjp gram panchayat started paray pradhan campaign with whatsapp service


রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পগুলির সুবিধা প্রদান চালু করা হয়েছিল ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে জন পরিষেবা সাফল্য লাভ করে রাজ্যের বিভিন্ন জায়গায়। এবার আরও আধুনিকীকরণ করা হতে চলেছে নাগরিক পরিষেবায়। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরকারি পরিষেবার সাহায্য মিলবে। চালু ‘পাড়ায় প্রধান’ কর্মসূচিও।

কী জানা যাচ্ছে?

জন্ম-মৃত্যুর সার্টিফিকেট হোক বা সরকারি প্রকল্পের পরিষেবা পেতে আর অপেক্ষা করতে হবে না। সাধারণ মানুষকে পরিষেবা দিতে রাজ্য সরকার দুয়ারে সরকার প্রকল্প চালু করেছে। এবার সেই ধাঁচে এলাকার মানুষদের পরিষেবা প্রদানের জন্য এগিয়ে এল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। WhatsApp number -8373063145 যোগাযোগ করে পরিষেবা পাবেন সাধারণ মানুষ।

কী রকম পরিষেবা চালু?

স্থানীয় সূত্রে খবর, মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নতুন পরিষেবা চালু হচ্ছে। শনিবার গ্রাম পঞ্চায়েত এলাকার বামুনিয়া প্রভতী সংঘের মাঠে ‘পাড়ায় প্রধান’ কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে এলাকার মানুষজন উপস্থিত হয়ে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।

কী বললেন প্রধান

এদিন গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস জানান, এলাকার মানুষদের পরিষেবা প্রদানের জন্য এবার থেকে whatsapp গ্রুপ ও পাড়ায় প্রধান কর্মসূচি পালন করা হবে। সব সমস্যা হয়তো সমাধান করা যাবে না। যতটা সমাধান করা যায় তার চেষ্টা করা হবে। তাঁর কথায়, অনেকেই পঞ্চায়েত অফিসে গিয়ে সবসময় প্রধানকে পান না। তাঁর হয়তো কিছু জরুরী সমস্যা রয়েছে। সেটা যাতে না থাকে, তাই এই ‘পাড়ায় প্রধান’ কর্মসূচি চালু করা হল।

কী অভিযোগ ছিল?

এদিন এলাকার মানুষজন তাদের সমস্যার কথা প্রধানের কাছে তুলে ধরেন। পূর্বতন ক্ষমতায় থাকা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের কথা সেইভাবে গুরুত্ব দিতেন না বলে দাবি বিজেপি প্রধানের। গ্রাম পঞ্চায়েতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও কাজের সুরাহা মিলতো না বলে এলাকার মানুষের অভিযোগ ছিল। এই ধরনের কর্মসূচি মাধ্যমে এলাকার মানুষের কতটা অভাব অভিযোগ, সমস্যার সমাধান হয় সেটাই অপেক্ষাতেই এলাকাবাসী।
২০২১ সালে রাজ্যে দুয়ারে সরকার পরিষেবা চালু করেছিল রাজ্য সরকার। তারপর থেকে নিয়মিত কয়েক মাস অন্তর দুয়ারে সরকার কর্মসূচি পালন করে আসছে রাজ্য সরকার। এই কর্মসূচি ব্যাপক ভাবে জনপ্রিয়তা লাভ করে চালু হওয়ার পর থেকেই। যদিও দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তবে এবার দুয়ারে সরকার কর্মসূচির ন্যায় দুয়ারে প্রধান কর্মসূচি চালু নিয়ে শুরু গুঞ্জন।

Duare Sarkar Camp : বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরবঙ্গের ৩ জেলায় বিশেষ দুয়ারে সরকার ক্যাম্প, জানুন কবে?
স্থানীয়রা কী বলছেন?

স্থানীয় এক মহিলা তৃষ্ণা মণ্ডল জানান, আগে তো এরকম হতো না। ছয় মাস অন্তর এরকম কর্মসূচি নেওয়া হতো। এরকম পাড়ায় প্রধান কর্মসূচির জন্য আমরা অনেকটা উপকৃত হব। আমরা এতে খুশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *