Sisir Adhikari : ‘এক বছরে ১০ কোটি টাকার সম্পত্তি, কী ভাবে?’ শিশিরকে প্রশ্ন কুণালের – tmc leader kunal ghosh attacks on mp sisir adhikari about property issue


অধিকারী পরিবারের সম্পত্তির পর্দাফাঁস করবেন বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, আর সেই মতো শনিবার সাংবাদিক বৈঠক করে সেই সংক্রান্ত একাধিক দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রীতিমতো তথ্য পরিসংখ্যান তুলে ধরে, বিভিন্ন দাবি করতে দেখা যায় তাঁকে। পালটা প্রতিক্রিয়া দিলেন শিশির অধিকারীও।

কুণাল ঘোষের যা দাবি…
কুণাল ঘোষ দাবি করেন, নির্বাচনী হলফনামায় দেখা যাচ্ছে, এক বছরে শিশির অধিকারীর সম্পত্তি ১০ কোটি টাকা হয়েছে। ১৬ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকা! কী ভাবে এক বছরের মধ্যে এই বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক বিভিন্ন নথি পেশ করে কুণাল ঘোষ দাবি করেন, ২০১১ সালে শিশির অধিকারী সম্পত্তি ১৬ লক্ষ টাকা ছিল, আর সেটাই ২০১২ সালে বেড়ে হয়েছে ১০ কোটি টাকা। তৃণমূল মুখপাত্র বলেন, ‘সম্পত্তি বৃদ্ধির সব চেয়ে বড় উদাহরণ হলেন শিশির অধিকারী, এক বছরে ১০ কোটি টাকার সম্পত্তি? কী ভাবে সম্ভব এটা? আর শুভেন্দু বাকিদের দিকে আঙুল তুলছেন?’ এমনকী তিনি যে তথ্য প্রকাশ্যে আনলেন, তা সঠিক না ভুল, সেটিও শিশির অধিকারীর থেকে জানতে চেয়েছেন কুণাল ঘোষ।
শুভেন্দু যা বলেছিলেন…
প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শিশির অধিকারীর পুত্র তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছিলেন, ‘হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যেখানে আপনি জমি দখল করে বাস করছেন, তার চুক্তি প্রকাশ্যে আনুন। জমির দখল বৈধ না অবৈধ, সেটা সবাইকে জানতে দিচ্ছেন না কেন? আশা করি, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করবেন।’
আসরে নামেন কুণাল
শুভেন্দু অধিকারীর ছুঁড়ে দেওয়া সেই চ্যালেঞ্জের পরেই আসরে নামেন কুণাল ঘোষ। শুক্রবারই সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েদেন, ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সম্পত্তির তথ্য প্রকাশ করা হবে। আর সেই মতো শনিবার প্রথমে একটি ট্যুইট করেন তিনি। সেখানে বিভিন্ন তথ্য শেয়ার করেন। পরে সাংসাবিদকদের মুখোমুখিও হন তিনি।

শিশির অধিকারীর প্রতিক্রিয়া
এদিকে কুণাল ঘোষের এহেন দাবির প্রেক্ষিতে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন শিশির অধিকারীও। সংবাদমাধ্যমে তিনি বলেন, সারদায় জেল খাটা আসামির প্রশ্নের কোনও জবাব আমি দেব না। ১৯৬৮ সাল থেকে আমি আয়কর দিচ্ছি, সব রেকর্ড আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *