Suvendu Adhikari : ‘উনি লেজেন্ড…আঙুল তুললে ধ্বংস হয়ে যাবে’, শিশির ইস্যুতে কুণালকে জবাব শুভেন্দুর – suvendu adhikari criticised kunal ghosh for his statement on sisir adhikari over property


শিশির অধিকারীর সম্পত্তির হিসাব তুলে ধরে শনিবার সকালেই আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। পিতার বিরুদ্ধে তোলা অভিযোগের ভিত্তিতে কুণালকে এবার বেনজির আক্রমণ পুত্র শুভেন্দু অধিকারীর।

কী বললেন শুভেন্দু?

শুভেন্দু বিজেপির একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বলেন, ‘শিশির অধিকারী একজন লেজেন্ড। তাঁর বিরুদ্ধে যাঁরা আঙুল তুলবে, তাঁরা ধ্বংস হয়ে যাবে। কাউকে তাঁকে ধ্বংস করতে হবে না। শ্রীকৃষ্ণই তাঁকে ধ্বংস করবে।’ এর মাঝেই নাম না করে কুণাল ঘোষকে বেনজির ভাষায় আক্রমণ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘কে মন্তব্য করেছে? আমি ওঁর কথার উত্তর দিইনা। ও একটা নেড়ি। রাস্তায় ঘুরে বেড়ায়। ভাইপো এই সব বলার জন্য মাসে তিন লাখ দিয়ে থাকে, তাই এই সব বলছে।’

কী বলেছিলেন কুণাল?

শনিবার সকালেই শিশির অধিকারীর ব্যাঙ্কের কিছু নথি ( যাচাই করেনি এই সময় ডিজিটাল) তুলে ধরে সম্পত্তি নিয়ে একের পর এক অভিযোগ তোলেন কুণাল ঘোষ। কুণাল নিজের এক্স হ্যান্ডেলে জানান, মাত্র তিন বছরে সাংসদের (শিশির অধিকারী) সম্পত্তি ১০ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ১০ কোটি টাকা। আবার কয়েক বছরের মধ্যে তাঁর সম্পত্তি ‘কমিয়ে’ দেখানে হয়েছে মোটে ৩ কোটি টাকা।

উল্লেখ্য, কিছুদিন আগেই নাম না করে শুভেন্দু অধিকারী সম্পত্তি বৃদ্ধি এবং দুর্নীতির ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ কেঁচো খুঁড়তে গেলে কেউটে বের হবে ‘ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মন্ত্রী থাকার পর হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসেবে কোন জমি কত টাকায় বিক্রি করছেন? তিনি বলেন, ‘কারও কারও ৬০-৭০টা বড় বড় ট্রলার আছে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রল পাম্প আছে, কত কোটি কোটি টাকা আছে!’ সেইসব হিসেব বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। এরপরেই নিজের আয়কর রিটার্নের হিসেব দিয়ে পালটা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী।

Sisir Adhikari : ‘এক বছরে ১০ কোটি টাকার সম্পত্তি, কী ভাবে?’ শিশিরকে প্রশ্ন কুণালের
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে নন্দকুমারে ‘বিজয়া সম্মিলনী’র আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন শুভেন্দু। তিনি বলেন, ‘শিক্ষা আগেই জেলে গিয়েছে, এবার খাদ্য মন্ত্রী। এদের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় চোর। তাঁকে গ্রেফতার করতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *