UPSC Exam: IAS-IPS হওয়ার স্বপ্নে পাশে সরকার! কম খরচে জেলায় কোচিংয়ের ব্যবস্থা রাজ্যের – satyendranath tagore civil services study centre for upsc coaching starts its 2024 batch in purba bardhaman soon


লক্ষ্য UPSC! বহু তরুণ-তরুণী IAS বা IPS হয়ে দেশের সেবা করতে চান। বর্তমানে একাধিক কোচিং সেন্টার খুলেছে UPSC-র জন্য। কিন্তু, অনেকেরই তা নাগালের বাইরে থাকে। আবার কারও কারও অর্থ খরচ করে সেখানে পড়াশোনা করার সামর্থ্য থাকে না। এবার তাঁদের জন্য বিরাট সুযোগ!

পূর্ব বর্ধমান জেলাতেই খুলছে ‘স্টাডি সেন্টার’। যেখানে UPSC -র জন্য করা যাবে পড়াশোনা। সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার জন্য যাতে সমস্ত আর্থিক শ্রেণির পড়ুয়ারা সমানভাবে সুযোগ পান সেই জন্য রাজ্য সরকারের থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান হল সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার।

২০২৪ সালের USPC সহ অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়া হচ্ছে এই কোর্সে। বিভিন্ন নামী কোচিং সংস্থার সঙ্গে যোগাযোগ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই কোর্সটি দশ মাসের। এক্ষেত্রে পড়ুয়াদের ধাপে ধাপে প্রস্তুত করার সুযোগ থাকছে। অর্থাৎ প্রিলিমস এবং মেনের জন্য একদিকে যেমন পড়ানো হবে তেমনই নেওয়া হবে মক টেস্ট এবং ইন্টারভিউও। এবার বর্ধমানেও থাকছে এই কোচিং সেন্টারে পড়ার সুযোগ।

কারা কারা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন?

এই কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছেই। জানা গিয়েছে, আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। তারাই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইন আবেদনের লিঙ্ক এবং আবেদনের শেষ তারিখ
UPSC পাশ করার স্বপ্ন দেখা তরুণ তরুণীরা এই কোর্সে অনলাইনেও আবেদন করতে পারে। বর্ধমানের ক্ষেত্রে https://forms.gle/3RJguDquY4vAobKV9 -তে আবেদন করা যাবে। ৩ নভেম্বর থেকে আবেদনের তারিখ শুরু এবং তা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

WBJEE 2024 Date: আগামী বছর কবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স? পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল বোর্ড
কাদের এই কোর্সের জন্য গ্রহণযোগ্য বলে মনে করা হবে?
এই কোর্সে ভর্তি হওয়া যাবে দ্বিস্তরীয় পরীক্ষার মধ্য দিয়ে। যারা প্রথম স্তরের পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষায় পাশ করবেন তাঁরা ইন্টারভিউ দিতে পারবেন। দুটি ক্ষেত্রে উত্তীর্ণ বলেই এই কোর্সে ভর্তি হওয়া সম্ভব।

বর্ধমানের ক্ষেত্রে লিখিত পরীক্ষার দিন ধার্য্য করা হয়েছে ১১ নভেম্বর। অন্যদিকে, লিখিত পরীক্ষা এবং পার্সোনাল টেস্টে তাঁরাই বসতে পারবেন যাঁরা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। বিস্তারিত তথ্য পাওয়ার জন্য https://purbabardhaman.nic.in-এ লগ ইন করা সম্ভব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *