জায়গা ভেদে ভিন্ন ভিন্ন নাম দেবীর। এক একটি জায়গায় দেবীকে ঘিরে রয়েছে একাধিক কাহিনি। লোকমুখে শোনা যায় প্রায় ৩০০ বছর আগেও ছিল এখানে দেবীর পুজোর প্রচলন। ডাকাতদের নিয়ম নীতি মেনে আজও হয় মশাল জ্বেলে পুজো । জমিদার ও ডাকাত দুই পক্ষই দেবীর ভক্ত। উভয়েই করে এসেছেন দেবী আরাধনার আয়োজন। চমকপ্রদ সব কাহিনি পুজো ঘিরে প্রচলিত।
Source link
![পাঁঠা বলি দেখতে নিজেই ঝুঁকে পড়েন মা কালী, আটকাতে ভরসা শিকল ও কাপড় পাঁঠা বলি দেখতে নিজেই ঝুঁকে পড়েন মা কালী, আটকাতে ভরসা শিকল ও কাপড়](https://static.langimg.com/photo/imgsize-50468,msid-104982957/eisamay.jpg)