Bazi Bazar 2023 : শুরু হয়ে গেল বাজি বাজার, মিলবে শুধুই গ্রিন ক্র্যাকার্স! কতক্ষণ খোলা? – bazi bazar 2023 starts at howrah dumurjala and belur


কালীপুজো প্রায় এসেই গেল। আর কালীপুজো মানেই যেমন আলো, তেমনই বাজি। নানা ধরণের বাজির আলোয় ভরে উঠবে চারিদিক। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বাজি বিক্রি। এবার হাওড়ার ডুমুরজলা ও বেলুড়েও বাজি বাজার।

কতক্ষণ খোলা থাকবে বাজি বাজার?
শুরু হল হাওড়া বাজি মেলা। প্রশাসনের উদ্যোগে ও সারা বাংলা আতস বাজি উন্নয়ন সমিতির সহযোগিতায় রবিবার এই মেলার সূচনা হল হাওড়ার ডুমুরজলায়। হাওড়া শহর বা কমিশনারেট এলাকার ২ জায়গায় হচ্ছে বাজি মেলা। চ্যাটার্জিহাট থানা এলাকার বেলেপোলে ডুমুরজলার রিং রোডে ও বেলুড় স্টেশন রোডে শক্তি সংঘের মাঠে হচ্ছে বাজি মেলা। প্রত্যেকদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ২টি বাজি মেলা খোলা থাকবে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত ক্রেতারা ২টি বাজার থেকে বাজি কিনতে পারবেন।

কোথায় কতো স্টল?
ডুমুরজলায় ৫০টি ও বেলুড়ে ৪০টি স্টল থাকছে। উদ্যোক্তাদের দাবি, এটা এশিয়ার অন্যতম বড় বাজি মেলা। এবার সারা রাজ্যে প্রায় দেড়শোটি জায়গায় এই ধরণের মেলা হচ্ছে। র‍াজ্য সরকারের নির্দেশমতো বাজি বাজারে শুধুমাত্র সবুজ বাজিই বিক্রি হবে। বাজি বাজার ছাড়াও হাওড়া শহরের অন্যত্র কেউ বাজি বিক্রি করলে তাঁকে প্রশাসনের নির্দিষ্ট অনুমোদন নিয়ে, তবেই শুধুমাত্র সবুজ বাজি বিক্রি করতে হবে। আর কেউ বেআইনিভাবে বাজি বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্টল দেওয়ার জন্য পুলিশ, দমকল, বিদ্যুৎ দফতর-সহ প্রশাসনের সংশ্লিষ্ট দফতরগুলি অনুমোদন দিয়েছে।

বাজি নিয়ে আদালতে মামলা
প্রসঙ্গত, সম্প্রতি ১২৫ ডেসিবেল পর্যন্ত শব্দবাজিকে অনুমতি দেওয়া হয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে। তার প্রেক্ষিতে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে সবুজ মঞ্চ। ইতিমধ্যেই সেই মামলা গৃহিতও হয়েছে। এই বিষয়ে আদালতের প্রশ্ন, বাজির শব্দমাত্রা ৯০ থেকে ১২৫ ডেসিবেল করা হল কী ভাবে? এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত-সহ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছে আদালত। শব্দের ডেসিবেল বাড়ানোর যুক্তি বা ব্যাখ্যা কী, সেই প্রশ্নও তুলেছে উচ্চআদালত। তবে আপাতত অন্তর্বর্তী কোনও নির্দেশ বা স্থগিতাদেশ দেওয়া হয়নি হাইকোর্টের তরফে। এই সংক্রান্ত রিপোর্ট পেশের জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আসন্ন দীপাবলিতে শব্দদানবের তাণ্ডবে রাজ্যের মানুষকে ভুগতে হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *