CPIM News West Bengal : ‘বাচ্চা জন্মের আগেই অন্নপ্রাশনের কার্ড বিলি’, ইন্ডিয়া জোট নিয়ে ব্যাখ্যা সেলিমের – cpim leader mohammad salim raises questions about india coalition


দেশ রক্ষার স্বার্থে কেন্দ্রে অ-বিজেপি দলগুলিকে নিয়ে ইন্ডিয়া জোট হতে পারে, তবে রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ‘সমান’ বিরোধী। সিপিএমের রাজ্য কমিটির বিশেষ বর্ধিত অধিবেশনে এমনটাই সুর শুনিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তবে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইন্ডিয়া জোট গঠন হলেও একাধিক রাজের বিধানসভা নির্বাচনে আদৌ ইন্ডিয়া জোটের কোনও প্রভাব দেখা যায়নি বলে মনে করছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

কী জানালেন সেলিম?

সেলিম এদিন কটাক্ষের সুরে বলেন, ‘আপনরা যে বাচ্চারা জন্মালো, তার খাবার কী ভাবে জোগাড় হবে, সেটা ভাবছেন না। যে বাচ্চা এখনও জন্মায়নি, সম্ভাবনা নেই তার অন্নপ্রাশনের কার্ড ছাপিয়ে বিলি করছেন।’ তাহলে, ইন্ডিয়া জোট নামক ‘ শিশু’টি কী এখনও ভূমিষ্ঠই হয়নি? সেলিম বলরন, ‘ইন্ডিয়া জোটের নামে কোনও ভোট হচ্ছে কি মধ্যপ্রদেশে, ঝাড়খন্ডে, রাজস্থানে? কোথায় হচ্ছে?’

ইন্ডিয়া জোট কেন্দ্রে

কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটে বামফ্রন্ট সামিল হবে কিনা হবে না এ নিয়ে বিস্তর জলঘোলা ইতিমধ্যে হয়েছে। বিষয়টি নিয়ে দলের জেলা নেতৃত্বের একাংশের মনেও সংশয় তৈরি হয়। জাতীয় স্তরে জোট হলে, রাজ্যে তৃণমূল অন্যতম প্রধান পরিপন্থি দল হয়ে মানুষের সামনে কী বার্তা তুলে ধরা হবে? সিপিএমের সাধারণ সম্পাদক ইয়েচুরি সামনে এই প্রশ্নই তুলে ধরা হয়েছিল।
সেলিম এদিন যুক্তি দেন, বামপন্থী দলগুলো এবং বামফ্রন্টের বাইরে বাম মনস্ক দলগুলি তৃণমূল এবং বিজেপির কাছে ‘ জমা’ হবে না। তবে নির্বাচনের আগে কে কার সঙ্গে জোট করবে সেটা পরবর্তী কালে সর্বদলীয় আলোচনা করেই ঠিক হবে বলেই জানান তিনি।
উল্লেখ্য, গত দুদিন ধরে সিপিএমের রাজ্য কমিটির বিশেষ বর্ধিত অধিবেশন হচ্ছে হাওড়া জেলা দলের কার্যালয় অনিল বিশ্বাস ভবনে। মূলত, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে নির্বাচনের প্রস্তুতি এবং সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই এই অধিবেশনে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। চলতি মাস থেকেই রাজ্যে তৃণমূল এবং বিজেপিকে সমান বিরোধী হিসেবে গণ্য করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে চলেছে সিপিএম।

SSKM Hospital : ‘অনেক অসুবিধা সত্ত্বেও…’, বিতর্কের মাঝে পিজি হাসপাতালকে দরাজ সার্টিফিকেট সেলিমের
কেন্দ্রীয় সরকারের ধর্মীয় ভেদাভেদের রাজনীতি এবং রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর দুর্নীতির বিষয়টিকেই প্রচারের প্রধান দুই অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে বলে জানায় সিপিএম নেতৃত্ব। তবে আগামী দিনে, ইন্ডিয়া জোটের শরিক হয়ে দুই যুযুধান একসঙ্গে লড়বেন কিনা সে সম্ভাবনা এখন অস্তমিত বলেই ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *