Last Bus Time: রবিবাসরীয় ইডেন পূর্ণ কানায় কানায়, রাতে কোনপথে ফিরবেন বাড়ি দেখে নিন – last bus train metro timing from eden gardens after ending ind vs sa match on 5th november


Eden Match News: কলকাতায় মেগা ডুয়েল, বিরাট কোহলির জন্মদিন, রেকর্ড ছোঁয়ার অপেক্ষা… তিলোত্তমার ঝুলিতে রবিবার উদযাপনের জন্য আছে অনেক কিছু। সেমিফাইনাল নিশ্চিত হলেও কোনওভাবেই গুরুত্ব কম নয় ইডেন ম্যাচের। ইডেনের বাইশ গজে রবিবারে ভারতের প্রথম ম্যাচ। ছুটির দিনে মাংস ভাতের সঙ্গে জমিয়ে রোহিতদের খেলা দেখাই এখন ক্রিকেটপ্রেমীদের এদিনের রুটিন। আর টিকিট হাহাকারের মাঝেই যে ভাগ্যবানেরা পেয়েছেন ম্যাচের টিকিট, তাদের জন্য আজ সুপার সান ডে। অনেক লড়াইয়ের পর, অনেক কষ্টে ম্যাচের টিকিট পাওয়া দর্শকদের বাড়ি ফিরতে যাতে কোনও লড়াই না করতে হয় তার জন্য বাড়তি পরিষেবার ব্যবস্থা রাজ্য সরকার থেকে ভারতীয় রেলের।


কোন কোন রুটে বাড়তি বাস?

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে আজ অর্থাৎ রবিবার রাতের দিকে বাড়তি বাস, ট্রেন ও মেট্রো চালানোর ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ শেষে ধর্মতলা থেকে শিয়ালদা, হাওড়ায় পৌঁছনোর বাড়তি বাস রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে শহরতলি বা জেলা থেকে আসা ক্রিকেটপ্রেমীরা সহজে বাড়ি ফিরতে পারেন। এছাড়া গড়িয়া, শ্যামবাজার সহ একাধিক রুটেও রাতের দিকে বাড়তি বাস থাকবে বলে জানা গিয়েছে। ইডেন লাগোয়া অঞ্চল থেকে এদিন অতিরিক্ত সরকারি বাস ছাড়বে বলেও পরিবহন দফতর সূত্রে খবর। বেসরকারি বাস মালিক সংগঠনগুলির কাছেও রাতের দিকে ইডেন থেকে বাসের বাড়তি পরিষেবা রাখার অনুরোধ করেছেন। বেসরকারি অনলাইন ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিও এদিন রাতে ইডেন অঞ্চলে পরিষেবার ব্যবস্থা রাখবেন বলে মনে করা হচ্ছে।

CV Ananda Bose: টিকিটের কালোবাজারির নজিরবিহীন প্রতিবাদ রাজ্যপালের, খুললেন ‘জনতা স্টেডিয়াম’

ট্রেন, চক্ররেল ও মেট্রোতেও বাড়তি পরিষেবা

শিয়ালদা ও হাওড়া থেকেও খেলার জন্য শেষ লোকালের সময় পিছনো হতে পারে বলে জানা গিয়েছে। এদিন বাড়তি সময় মিলবে চক্ররেল পরিষেবাও বলে জানা গিয়েছে। বিবাদি বাগ স্টেশন ইডেনের সব থেকে কাছে হওয়ায় সেখান থেকে পাওয়া যাবে রাতের দিকে ট্রেন বলে জানা গিয়েছে।

বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে মেট্রোও। ম্যাচ উপলক্ষে ইডেনের নিকটবর্তী মেট্রো স্টেশন এসপ্ল্যানেড থেকে ছাড়বে বিশেষ দুটি রেক। ঠিক ১০টা ৪৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে এবং কবি সুভাষের উদ্দেশে ছাড়বে দুটি ট্রেন। একইসঙ্গে ইডেনে নিরাপত্তায় মোতায়েন প্রচুর পুলিশ। যে কোনও সমস্যায় সহায়তা করবেন তারাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *