Ration Scam : ২৪ ঘণ্টা পার! উলুবেড়িয়ার চালকলে তল্লাশি জারি ইডির, একাধিক নথি উদ্ধারের সম্ভাবনা – ed raid continues in a rice mill at uluberia howrah for ration scam


টানা প্রায় ২৪ ঘণ্টা পার। হাওড়ার উলুবেড়িয়া চালকলে এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। চালকলের গেট বন্ধ করে ভেতরে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। রেশন বন্টন দুর্নীতিতে এই চালকল থেকে কী আরও বড় কোনও তথ্য বেরিয়ে আসতে চলেছে, উঠছে সেই প্রশ্ন।

কী জানা যাচ্ছে?

শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। হাওড়া, উত্তর ২৪ পরগনার একাধিক চালকল, আটা কল এবং সেই সমস্ত কারখানা মালিকদের বাড়ি, অফিসে জোরকদমে তল্লাশি শুরু হয়। হাওড়া জেলার উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুর অঙ্কিত রাইস মিল, ডোমজুড়ের জালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া রাইস মিলের আটা কারখানাতে ইডি তল্লাশি শুরু হয়। শনিবার সকাল আটটা থেকে তল্লাশি শুরু হয়। এর মধ্যে উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুর অঙ্কিত রাইস মিলে এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা।

একাধিক জায়গায় ইডি তল্লাশি

হাওড়ার পাশাপাশি, শনিবারই বনগাঁর কালুপুরের রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে হানা দেয় ইডি। সকাল ৬টা নাগাদ হানা দেন ইডি অধিকারিকরা। ওই মিলের মালিক মন্টু সাহা এবং কালীদাস সাহা বনগাঁর কোরার বাগানের বাড়িতে চালানো হয় তল্লাশি। বিকেল ৫টা নাগাদ বাড়ি থেকে বের করে তাঁদের নিয়ে যাওয়া হয় আটা কলে। এর মাঝেই বিস্ফোরক স্বীকারোক্তি করেন বনগাঁর ব্যবসায়ী কালীদাস সাহা। তিনি জানান, রেশন দুর্নীতি মামলায় ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানকে চিনতেন বলেই দাবি।

রেশন দুর্নীতি কাণ্ডে কয়েক সপ্তাহ আগেই গ্রেফতার হয়েছে ব্যবসায়ী বাকিবুর রহমান। তাকে গ্রেফতারির পরেই ইডি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়। জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি, বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য থেকে এসেছে ইডির হাতে। মিলেছে একাধিক সম্পত্তির। বিভিন্ন জেলার চালকল ও আটাকলের সঙ্গে রেশন সরবরাহের কোনও যোগাযোগ আছে কিনা, সে ব্যাপারে খোঁজখবর চালাচ্ছে ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের দাবি, ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে কয়েকশো চালকল এবং আটাকলের মাধ্যমে বছরের পর বছর কেন্দ্রীয় প্রকল্পের ন্যায্য মূল্যের রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করা হতো।

Ed Raid : রেশন দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জায়গায় ইডি হানা, তল্লাশি বনগাঁর আটাকলে
এই কাণ্ডে জড়িত রয়েছে রাজ্যের একাধিক চালকল এবং আটা কল। তদন্তের মাঝেই উঠে এসেছে এরকম একাধিক নাম। সেই সূত্রে গত দুদিন ধরে রাজ্যের একাধিক প্রান্তে তল্লাশি জারি রেখেছে ইডি আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *