ফের সক্রিয় জাল নিয়োগপত্র, চাকরি বিক্রি চক্র। প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুলে যোগ দিতে এসে হাতেনাতে ধরা পড়লেন চার জন চাকরিপ্রার্থী। জেলা বিদ্যালয় সংসদ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে আটকে থাকার পর সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় প্রাথমিকে নিয়োগের একটি প্যানেল তৈরি হয়েছে। মাসখানেক আগে প্রকাশিত সেই প্যানেলের জন্য নিয়োগপত্রও ইস্যু করেছে দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ। সেই নিয়োগপত্র জাল করেই স্কুলে যোগদানের চেষ্টার অভিযোগ উঠেছে ৪ চাকরিপ্রার্থীর বিরুদ্ধে।
জানা গিয়েছে, গত ১৬ অক্টোবর পাথরপ্রতিমার মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিতে আসেন এক চাকরিপ্রার্থী। তাঁর সঙ্গে ছিল জেলা সংসদের ছাপ দেওয়া নিয়োগপত্র। চাকরি প্রার্থী স্থানীয় কাশীনগরের বাসিন্দা । তাঁর নিয়োগপত্রটি হাতে নেওয়ার পরই দেখে সন্দেহ হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। চাকরিপ্রার্থীকে বসিয়ে তিনি স্থানীয় স্কুল ইনস্পেক্টরের সঙ্গে যোগাযোগ করেন। কথা বলার পরে তিনি জানতে পারেন, তাঁর সন্দেহই ঠিক নিয়োগপত্রটি ভুয়ো। বেরিয়ে এসে দেখেন বিপদ বুঝে ভাগলবা ওই চাকরিপ্রার্থী। পরে ওই চাকরিপ্রার্থী আর যোগাযোগ করেননি। তবে তাঁর জাল নিয়োগপত্র রয়ে যাওয়ায় সেই ধরেই তদন্তে পুলিশ।
শুধু পাথরপ্রতিমাতেই নয়, এমন ভুয়ো নিয়োগপত্রের খবর মিলেছে কাকদ্বীপ, বাসন্তীর স্কুল থেকেও। সেখানেও একইভাবে জেলা সংসদের জাল করা ছাপ দেওয়া নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে আসেন আরও তিন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা প্রতারণার শিকার। ভুয়ো চাকরিপ্রার্থীদের দাবি, তাদের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই নিয়োগপত্র দেওয়া হয়েছে। স্কুলের তরফে অভিযোগ পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দফতর আইনের দ্বারস্থ হতে চলেছেন বলেও জানা গিয়েছে।