Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড়সড় প্রতারণা! হাজার হাজার টাকা খোয়ালেন রোগী, শোরগোল খড়দায় – swasthya sathi card fraud allegation against a hospital in agarpara north 24 parganas


স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রতারণা করার অভিযোগ। কাঠগড়ায় উত্তর ২৪ পরগনার আগরপাড়ার এক বেসরকারি হাসপাতাল। প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে খড়দা থানায়। ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

কী জানা যাচ্ছে?

আগরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে দালাল চক্রের হদিশ পাওয়া গিয়েছে বলে অভিযোগ। দুর্গানগরের বাসিন্দা আল্পনা ঘোষ প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি। গত ৪ জুন আল্পনা ঘোষ অসুস্থ হয়ে আগরপাড়ার ওই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান। সেইসময় হাসপাতালের প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করার পর জানা যায় তাঁর ইউটেরাস টিউমার আছে। অপারেশন করতে হবে।

কার্ড নিয়ে প্রতারণা

হাসপাতাল থেকে বেড়ানোর সময় আল্পনা ঘোষের পরিবারের লোকজন হাসপাতালের দুই কর্মচারী সঞ্জয় দাস ও মৌ দাসের সঙ্গে পরিচয় হয়। সঞ্জয় দাস ও মৌ দাস নামে দুজন তাঁকে জানান, আরও বড় কোনও চিকিৎসকের কাছ থেকে ওঁর অপারেশনের ব্যবস্থা করিয়ে দেওয়া হবে। কিন্তু অপারেশনের সময় ২০ হাজার টাকা ডিপোজিট রাখতে হবে। পরে হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডের থেকে টাকা পাওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ড এবং গচ্ছিত রাখা কুড়ি হাজার টাকা ফেরত দিয়ে দেবে।
আল্পনা ঘোষ তাঁদের কথায় রাজী হয়ে গত ২৯ জুলাই হাসপাতালে ভর্তি হন। ৩০ জুলাই তাঁর অপারেশন হয়। অপারেশনের পরই কথামতো ২০ হাজার টাকা জমা করেন ওই মহিলা। অপারেশন থিয়েটারের মধ্যেই তিনি চিকিৎসকের হাতে ওই টাকা জমা করেন বলে দাবি করছেন। তাঁকে জানানো হয়, তিন মাস বাদে সরকারের থেকে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা আসলেই ওই টাকা এবং স্বাস্থ্য সাথী কার্ড তাঁকে ফেরত দিয়ে দেওয়া হবে।

অভিযোগ দায়ের পুলিশে

গত ৩১ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পান ওই রোগী। তাঁর দাবি, দু’বার হাসপাতাল কর্তৃপক্ষ আল্পনা ঘোষের ফিঙ্গার প্রিন্ট নিয়ে স্বাস্থ্য দফতরে পাঠায়। কিন্তু আজ পর্যন্ত আল্পনা ঘোষকে তাঁর স্বাস্থ্যসাথী কার্ড এবং তার জমা দেওয়া কুড়ি হাজার টাকা ফেরত দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক বিজয় কুমার সাহার নামে খড়দা থানায় অভিযোগ দায়ের করে প্রতারিত রোগী আলপনা ঘোষ। আলপনা ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। যদিও, বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি।

Swasthya Sathi AI Technology: স্বাস্থ্যসাথীতে দুর্নীতি ঠেকাবে AI! বড় পদক্ষেপ প্রশাসনের

ফের একবার প্রকাশ্যে বেসরকারি হাসপাতালের দালাল চক্র ও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার ঘটনা। স্বাস্থ্য দফতর থেকে যেখানে নির্দেশিকা জারি করা হয়েছিল, যে কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা আপত্তি করতে পারবে না। সেখানে স্বাস্থ্য দফতরের নির্দেশ অমান্য করে এমন ঘটনা কী করে ঘটছে সেই নিয়ে উঠছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *