Ujjwala Gas : উজ্জ্বলা প্রকল্পের নামেও প্রতারণার ফাঁদ, ‘চালাকি’ বুঝে অভিযুক্তকে আটক গ্রামবাসীদের – ujjwala yojana gas connection fraudulent allegation at bankura


Ujjwala Yojana : সরকারি পরিষেবায় দুর্নীতি নামান্তর হয়ে উঠছে পশ্চিমবঙ্গে। একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, সড়ক-জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। এবার কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় উজ্জ্বলা প্রকল্প নিয়ে হয়রানি ও প্রতারণা করার অভিযোগ। ঘটনা বাঁকুড়া জেলার শ্যামদাসপুর গ্রামে।

কী জানা যাচ্ছে?

উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশান দেওয়ার নামে নগদ টাকা নেওয়া ও প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সুশান্ত বড়াল নামে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। রবিবার বাঁকুড়া-২ ব্লকের সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের শ্যামদাসপুর গ্রামের ঘটনা।

কীভাবে হল প্রতারণা?

স্থানীয় সূত্রে খবর, এদিন এক ব্যক্তি একটি রান্নার গ্যাস সরবরাহকারী ডিলারের নাম করে জনসাধারণের দুয়ারে হাজির হন। মানুষের কাছ থেকে উজ্জ্বলা যোজনা প্রকল্পে কানেকশান দেওয়ার নাম করে প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ৫০ টাকা করে নিচ্ছিলেন। বিষয়টি গ্রামের কয়েক জনের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির কাছে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তিনি তা তিনি দেখাতে পারেননি। একই সঙ্গে তার কথায় অসঙ্গতি দেখায় সন্দেহ আরও জোরালো হয়। অভিযুক্তকে গ্রামে আটকে রেখে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়।

পঞ্চায়েত প্রধান কী বলছেন?

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা গরাই। তিনি বলেন, ‘আমাদের কাছে কোনও খবর ছিল না। উজ্বলা যোজনা প্রকল্পে কানেকশান নিতে উপভোক্তাকে কোনও টাকা দিতে হয়না।’ এই ঘটনার সঙ্গে কোনও প্রতারণাচক্র যুক্ত থাকতে পারে তিনি আশঙ্কা প্রকাশ করছেন বলে জানান।
সুশান্ত বড়াল নামে অভিযুক্ত ওই ব্যক্তির দাবি, ইন্দপুরের গুন্নাথ গ্রামের এক গ্যাস ডিস্ট্রিবিউটের হয়ে তিনি কাজ করছেন। শুধুমাত্র ‘খরচ’ বাবদ কানেকশান পিছু তিনি ৫০ টাকা করে নিলেও পরে তা ফেরৎ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাঁকুড়া সদর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে।

Recruitment Scam: রাজ্যে শিক্ষক নিয়োগের মাঝেই ভুয়ো চাকরিপ্রার্থীর খোঁজ! জাল নিয়োগপত্র নিয়ে হাজিরা
গ্রামবাসীরা কী বলছেন?

গোটা ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। স্থানীয় এক বাসিন্দা কাজল গড়াই বলেন, ‘ আমাদের কাছে এসে ওই ব্যক্তি উজ্জ্বলা গ্যাসের কানেকশন করিয়ে দেবে বলছিল। আমাদের কাছে বেশ কিছু নথির কপি এবং ৫০ টাকা করে চাওয়া হচ্ছিল। অনেকের কাজে আমাদের গ্রামে গিয়েছিল ওই ব্যক্তি।’ আরেক বাসিন্দারা কথায়, ‘ উনি কোন কোম্পানির সঙ্গে নাকি আমরা কিছুই জানি না। অনেকে উপকার পাবেন ভেবে টাকাও দিয়ে দেয়। পরে আমাদের সন্দেহ হওয়ায় পুলিশকে ডাকি।’ তবে গোটা ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *