শীতকাল মানেই পর্যটকদের বেড়ানোর আদর্শ সময়। আর বঙ্গবাসীর ছোটখাট বেড়ানোর অন্যতম গন্তব্য হল দিঘা। তার সঙ্গে উপরি পাওনা শীতে বিভিন্ন পরিযায়ী পাখি দেখার সুযোগ। দিঘার মেরিন ড্রাইভের পাশে বসে, একদিকে সমুদ্র, আর অন্যদিকে নিরিবিলি ঝাউবনের জঙ্গলে পরিযায়ী পাখি দর্শন, এক আলাদা অনুভূতি এনে দেয়। এবারেও প্রচুর পরিযায়ী পাখি আসবে বলে আশা স্থানীয়দের।
Source link
