Behala Road Accident Today: বেহালায় ফের ভয়াবহ দুর্ঘটনা! বাস পিষল একের পর এক গাড়িকে, আহত ২১


বেহালায় পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর কয়েক মাস কাটতে না কাটতেই আবারও ভয়াবহ দুর্ঘটনা। যা পথ নিরাপত্তা নিয়ে ফের তুলে দিল প্রশ্ন। সোমবার সকালে কর্মব্যস্ত দিনের শুরুতেই ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের কাছে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাস ও একাধিক গাড়ির মধ্যে ধাক্কা। আহত একাধিক মানুষজন।

জানা গিয়েছে, এদিন সকালে ২৩৫ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ওঠে যায়। পিছনেই ছিল একটি লাক্সারি বাস। সেটিও নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ২৩৫ নম্বর রুটের বাসটিকেই। লাক্সারি বাসের ধাক্কার অভিঘাতে ২৩৫ নম্বর রুটের বাসটি ধাক্কা মারে সামনে থাকা কয়েকটি প্রাইভেট গাড়িকে। তার মধ্যে রয়েছে একটি পুলিশের গাড়িও। ক্ষতিগ্রস্থ গাড়িগুলির মধ্যে একটি গাড়ির উপর উঠে যায় বাসের চাকা। সব গাড়িগুলিই দুমড়ে মুচড়ে গিয়েছে। দোমড়ানো অবস্থা বাসেরও।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসের যাত্রী ও রাস্তার ধারে থাকা ব্যবসায়ীরা। মোট আহত ২১ জন। রাস্তার ধারে থাকা ফলবিক্রেতাকেও ধাক্কা বাসের। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পুলিশ ও স্থানীয় মানুষেরা। এই দুর্ঘটনার জেরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক যানজট।

জানা গিয়েছে, এদিন সকালে তখন বাজার করতে ব্যস্ত স্থানীয়রা। ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশে খুলেছে ফুটপাতের দোকানপত্র। সেসময় ২৩৫ নম্বর রুটের বাসটি তারাতলা থেকে পৈলানের দিকে যাওয়ার সময় এই বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনার মুখে পড়ে। পিছন থেকে এসে ওই বাসটিকে ধাক্কা মারে কাকদ্বীপ-ডায়মন্ডহারবার রুটের লাক্সারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা একের পর এক গাড়িকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে ডিভাইডারে উঠে যায়। তখন রাস্তায় বেশ ভিড় থাকায় বাস ও দুর্ঘটনাগ্রস্থ গাড়ির ধাক্কায় আহত হন পথচারীরা। ধাক্কায় পিষে যান এক ফলবিক্রেতা সহ কয়েকজন ক্রেতাও। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাসের যাত্রী সহ মোট ২১ জন আহত।
Road Accident in India 2023: রোড অ্যাক্সিডেন্টে এগিয়ে তামিলনাড়ু, সংখ্যা কম বঙ্গে

কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি গুলি ও বাসটিকে জেসিবি ক্রেন এসে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বাস ও গাড়ির ধাক্কায় একটি গোরু সাংঘাতিক আহত হয়েছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *