Congress News : ‘তৃণমূলের সঙ্গে নয়…’, লোকসভা নির্বাচনে CPIM-এ ‘না’ নেই অধীরের – adhir ranjan chowdhury said congress will not allaince with tmc for lok sabha election


কেন্দ্রে ‘প্রধান প্রতিপক্ষ’ বিজেপি। তাঁদের বিরুদ্ধে জোট করে ‘ইন্ডিয়া’ প্ল্যাটফর্ম তৈরি করেছে একাধিক বিরোধী দল। তবে আগামী লোকসভা নির্বাচনের রাজ্যের চিত্রটা পাল্টাচ্ছে প্রতি মহুর্তে। লোকসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেস এবং আইএসএফের মধ্যে কি আসন সমঝোতা হবে? যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বললেন, ‘সিপিএম, আইএসএফ কী করবে জানি না? তবে, আর যাই হোক তৃণমূলের সঙ্গে কোন সমঝোতায় আমরা নেই।’ ফলত, ইন্ডিয়া জোটের সমীকরণ যে বাংলায় খাটবে না, তা এদিন স্পষ্ট করে দেন অধীর।

কী জানালেন অধীর?

এদিন একটি সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, ‘কোথায় কে লড়বে আমরা জানি না, আমরা আমাদের মতো লড়ছি। তবে, সিপিএমের সঙ্গে আমরা আগে একজোট হয়ে লড়েছি। প্রয়োজন হলে, আগামী দিনেও একজোট হয়ে লড়ব।’ তবে তাঁর মতে, ‘তৃণমূল আমাদের কাছে অত্যাচারীর দল। তৃণমূলের কাছে আমরা অত্যাচারিত। তাই তৃণমূলের সঙ্গে আমরা কোনও সমঝোতা করতে পারব না।’

আসন নিয়ে সমঝোতা?

আগামী লোকসভা নির্বাচনের আগে এই তিন বিরোধী দলের মধ্যে আসন সমঝোতা হবে কিনা তা নিয়ে স্পষ্ট চিত্র তুলে ধরেনি কোনও দলই। মনে করা হচ্ছে, আগামী ৯ ও ১০ ডিসেম্বরের সিপিএমের পলিটব্যুরো বৈঠকে। এরপর ১২ ও ১৩ ডিসেম্বর রাজ্য কমিটির বৈঠক আছে, সেখানেই এই আসন সমঝোতা নিয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। অন্যদিকে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ইতিমধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ নিয়ে সিপিএমের কাছে আসন সমঝোতা হওয়ার ব্যাপারেও জানিয়েছেন তিনি। যদিও, বামফ্রন্টের তরফে এই আসনটি ছেড়ে দেওয়ার ব্যাপারে কিছু জানানো হয়নি।
অন্যদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিন বলেন, ‘ জানি না, কোথায় আইএসএফ, কোথায় সিপিএম লড়বে? আমরা আমাদের মধ্যে লড়ছি।’ তবে সিপিএমের পাশাপশি, আইএসফের সঙ্গেও তাঁদের সমঝোতা হবে কিনা এ ব্যাপারে কোনও ইঙ্গিত দেননি বহরমপুরের কংগ্রেস সাংসদ।

CPIM News West Bengal : ‘বাচ্চা জন্মের আগেই অন্নপ্রাশনের কার্ড বিলি’, ইন্ডিয়া জোট নিয়ে ব্যাখ্যা সেলিমের
পাশাপাশি, সংসদে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কেও এদিন মুখ খোলেন অধীর চৌধুরী। মহুয়া মৈত্র বেমিয়ম করে থাকতে পারে, তবে এথিক্স কমিটিকে কাজে লাগিয়ে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে বলে জানান তিনি। এছাড়া, মদ্যপ্রদেশ, ছত্তইশগড়, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে ভালো ফল করবে করগ্রেস। সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরবাবু বলেন, মধ্যপ্রদেশ, তেলেঙ্গায় যারা মনে করত কংগ্রেস হারিয়ে গিয়েছে আজ তারাই কংগ্রেসের দিকে তাকিয়ে রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *