ঠিক কী ঘটনা?
রবিবার ইডেন গার্ডেন্সে ছিল ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। ক্রিকেট ভক্তদের মধ্যে এই ম্যাচকে ঘিরে ছিল তুমুল উত্তেজনা। সেই ম্যাচেই কলকাতার বিভিন্ন জায়গায় বেটিংয়ের অভিযোগ। গিরিশ পার্ক এলাকা থেকে একজন, গোলাবাড়ি থেকে দুই ও নারকেলডাঙা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অভিষেক জয়সওয়াল, অরুণ আগরওয়াল, প্রদীপ বর্মা, কেশব প্রসাদ মুন্দ্রা ও কালু সাউ। স্কাইএক্সচেঞ্জ, স্কাইফেয়ার, হটস্পোর্টস ও স্ট্যাটস্পোর্টসের মতো মোবাইল অ্যাপগুলি কাজে লাগিয়ে এরা বেটিং চালাচ্ছিল বলে অভিযোগ। পুলিশের দাবি, ধৃতদের থেকে বেটিং চালানোর অনেক প্রমাণ মিলেছে। তাদের মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের মোবাইল ফোন থেকে স্ক্রিনশটও পাওয়া গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
ক্রিকেটে বেটিং রুখতে তৎপর পুলিশ
রবিবার বিরাট কোহলির ৩৫ তম জন্মদিনে ইডেনের ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে তুঙ্গে ছিল উৎসাহ। ভক্তদের নিরাশ করেননি কিং কোহলি। একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছেন তিনি। কিন্তু এই ম্যাচে বেটিং হতে পারে, সেই আশঙ্কায় আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। রবিবার গিরিশ পার্কের মদন চ্যাটার্জি লেন, চাঁদনি চক, বউবাজার, নারকেলডাঙা সহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই পাঁচজনকে।
বেআইনি বেটিং অ্যাপ নিয়ে কড়া কেন্দ্র
অন্যদিকে বেআইনি বেটিং অ্যাপ নিয়ে কড়া অবস্থান নিয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মহাদেব অ্যাপ-সহ ২২টি বেআইনি বেটিং অ্যাপ ও ওয়েবসাইটকে নিষিদ্ধ করল কেন্দ্র। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে রবিবার একথা জানিয়ে দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মহাদেব বেটিং অ্যাপের মালিক সৌরভ চন্দ্রাকর ২০০ কোটি খরচ করে দুবাইয়ে বিয়ে করেন। এরপর তৎপর হয় ইডি। মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে নাম জড়িয়েছে বেশ কয়েকজন বলিউড তারকার। তারকাদের অনেককেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।