Kolkata Traffic Police : সোমে অফিস যাওয়ার পথে জ্যাম-ভোগান্তি! ট্রাফিক নিয়ে ‘বড়’ আপডেট পুলিশের – kolkata police says several processions are there which can create traffic congestion in kolkata city


আগামী সপ্তাহেই আলোর উৎসবে মাতায়োরা হতে তৈরি গোটা দেশ। কলকাতাতেও চলছে দীপাবলির শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে রবিবারের ছুটি কাটিয়ে এবার অফিস বা কর্মক্ষেত্রে যাওয়ার পালা। সকাল থেকেই কলকাতার রাস্তায় বাড়তে শুরু করেছে ভিড়। এই অবস্থায় সোমবারের ট্রাফিক নিয়ে কী আপডেট দিল কলকাতা ট্রাফিক পুলিশ? কোন রাস্তায় থাকবে জ্যামের জট বা কোন রাস্তায় মসৃণ গতিতে চলবে গাড়ি? কলকাতা পুলিশের তরফে তার বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক…

কেমন থাকবে ট্রাফিক?

কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুমের তরফে সার্জেন্ট প্রণবকুমার বালা জানিয়েছেন, এই মুহূর্তে শহর কলকাতায় যান চলাচলের গতি সর্বত্র স্বাভাবিক। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। কলকাতা শহরের অধিকাংশ রাস্তাতেই যান চলাচল স্বাভবিক রয়েছে। বড় কোনও যানযটের খবর নেই।

মিছিলে ঠাসা শহর

সপ্তাহের প্রথম কাজের দিনে কোনও বড় ধরনের মিটিং না থাকলেও রয়েছে একাধিক মিছিল। সেই কারণে কলকাতা শহরের বিভিন্ন অংশে তৈরি হতে পারে যানজট। যদিও ট্রাফিক পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে মিছিলের রুটম্যাপ…

  • ১২ টা নাগাদ রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেরিয়ে একটি মিছিল রফি আহমেদ কিদওয়াই স্ট্রিট অবধি আসবে। এই মিছিলে ৫০০ থেকে ৬০০ লোকের জমায়েত হতে পারে। এই মিছিলের কারণে এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিংয়ে যান চলাচলে প্রভাব পড়তে পারে।
  • সাড়ে ১২টা নাগাদ রয়েছে আরও একটি মিছিল। হিন্দ সিনেমা থেকে বেরিয়ে এই মিছিল নির্মলচন্দ্র সেন স্ট্রিটের দিকে এগোবে। এই মিছিলে ৮০-১০০ জন লোক থাকতে পারে।
  • সাড়ে ১২টায় রয়েছে আরও একটি মিছিল। ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে থেকে শুরু হয়ে এই মিছিল আসবে মার্কিন দূতাবাস অবধি। এই মিছিলে ৪ হাজার থেকে ৫ হাজার লোকের জমায়তে হতে পারে। এই মিছিলের কারণে জওহরলাল নেহেরু রোড ও এসএন ব্যানার্জি রোডে তৈরি হওয়া যানজট সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে পারে।
  • বেলা ১টা নাগাদ রয়েছে একটি মিছিল। শিয়ালদা স্টেশন কমপ্লেক্স থেকে বেরিয়ে ওই মিছিল হগ স্ট্রিট অবধি আসবে। ২০০ থেকে ৩০০ জনের জমায়েত হতে পারে। এই মিছিলের কারণে এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং ও এসএন ব্যানার্জি রোডে যানজট হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *