Mamata Banerjee : বেতন নিই না, নিলে ৪০-৫০ কোটি জমত : মমতা – mamata banerjee criticised opposition parties mentioning she is not taking salary from government


বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকেও বিরোধীদের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা তৃণমূল নেতা-কর্মীদের ক্রমাগত ‘চোর’ বলে দাগিয়ে দিলেও তাঁদের সামনে নিজের ‘বেতন না নেওয়ার’ উদাহরণ তুলে ধরলেন তিনি। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী।

কী জানালেন মুখ্যমন্ত্রী?

আমি মুখ্যমন্ত্রী, দেড় লাখ টাকা করে মাসে মাইনে পেতে পারি। অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারি। আমি এক লাখ পঁচিশ হাজার টাকা করে পেনশন পাই পার্লামেন্ট থেকে। এক পয়সাও নিইনি। সেই টাকা নিলেই তো আমার…আমি তো সাংসদ সাত বারের। আমার তো এখন ৪০ – ৫০ কোটি টাকা জমানো প্রয়োজন। নিই নাও তো এক পয়সা। একবারও কেউ স্বীকার করছেন, করেননি তো! তবু আমরা চোর।

আর কী বলেন তিনি?

বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘ সব চেয়ে বড় চোর যাঁরা, তাঁরা মুখে গোবর লেপে বসে আছে। পুলিশের মুখে আটা ছুঁড়ে দেওয়া হচ্ছে কেন?’ বাম জমানার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘ ৩৪ বছর ধরে চাষিদের থেকে চাল কেনা হতো না। এটাকে স্বচ্ছ করতে আমাদের দশ বছর সময় লেগেছে।’ তাঁর কথায়, যে এক কোটি রেশন কার্ড বাদ দেওয়া হয়েছে, সেই কার্ড দিয়ে বামফ্রন্টের আমলে চাল তোলা হতো। পাশাপাশি, ওই এক কোটি রেশন কার্ড ব্যবহার করে ‘ছাপ্পা ভোট’ দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি।

বাম জমানার সমালোচনা

বাম আমলের সমালোচনার পাশাপাশি, সোমবার ভবানীপুরে নিজের কেন্দ্রের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে আরও একবার কেন্দ্রীয় সরকারের উপর বিষোদগার করেন তিনি। আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার ক্রমান্নয়ে রাজ্যকে অবহেলা করে যাচ্ছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যকে টাকা দেওয়াটা সাংবিধানিক বাধ্যবাধকতা, কিন্তু সেই টাকা আমরা আজও পাইনি।’ তিনি বলেন, ‘ যেখানে গরীব লোকগুলো কাজ করেছে, সেখানে ওই একশো দিনের প্রকল্পে আমরা এখনও ৭ হাজার কোটি টাকা পাই।’

Mamata Banerjee : ব্রাজিলকে ছাপিয়ে ১ নম্বরে বাংলা, পুজো কার্নিভ্যালের জনসমাগম নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, পুজোর পর জেলায় জেলায় বিজয়া সম্মিলনীর আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে ব্লকে, ব্লকে এই সম্মিলনীর আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো, ভবানীপুর কেন্দ্রে এদিন তৃণমূল কংগ্রেসের তরফেও বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই নিজ কেন্দ্রের বিধায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *