Santiniketan Trust,উপাচার্যের বিরুদ্ধে এবার থানায় শান্তিনিকেতন ট্রাস্ট – santiniketan trust in police station against vice chancellor in visva bharati


এই সময়, শান্তিনিকেতন: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্টের জায়গায় বসানো ফলকে ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ। দ্রুত ওই ফলক অপসারণ করতে হবে দাবি জানিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এ বার শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ট্রাস্টের সম্পাদক।

গত ১৭ সেপ্টেম্বর শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। ফলকে প্রধানমন্ত্রী এবং উপাচার্যের নাম থাকলেও ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। যা নিয়ে ঘরে-বাইরে কয়েক দিন ধরেই তীব্র সমালোচনার মুখে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এ দিন উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার। তাতে লেখা, শ্বেত পাথরের ফলক বসানো হয়েছে শান্তিনিকেতন ট্রাস্টের জায়গায়। অনুমতি না নিয়েই বিশ্বভারতী কর্তৃপক্ষ রবীন্দ্রনাথকে ব্রাত্য করে ওই বিতর্কিত ফলক বসিয়েছেন৷ তাই ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে শান্তিনিকেতন থানার দ্বারস্থ হলো মহর্ষির ট্রাস্ট৷

শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, ‘শান্তিনিকেতন ট্রাস্টের জমিতে ফলক বসানো হয়েছে। কোনও অনুমতি নেয়নি। তাই আমরা বিশ্বভারতীর প্রশাসনিক প্রধান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করলাম।’

আগামী ৮ নভেম্বর বিশ্বভারতীর উপাচার্যের মেয়াদ শেষ হতে চলেছে। তার আগেই এই অভিযোগে যথেষ্ট অস্বস্তিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *