কী বললেন সওকত
রবিবার ভাঙড় ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মিলনী ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিজয়গঞ্জ বাজারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ইসলামসহ ব্লকস্তরের অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দেন। সওকত বলেন, ‘ভাঙড়ে আমাদের সব মিলিয়ে ৯টা অঞ্চল রয়েছে। এই সব অঞ্চলের পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের বলব, যখন দফতরের মিটিং হবে তখন একত্রে বিরোধীদের মুখে ঝামা ঘষে দিতে হবে। নিজেদের পঞ্চায়েতের প্রস্তাব অনুমোদন করতে হবে। যেখানে ওরা জিতেছে, সেখানে কাজ করে দেখাক। ওখানে কোনও কাজ হবে না। ওরা কী ভাবে কাজ করতে পারে, আমরা দেখছে চাই। নকুলদানার মতো দলকে ভাঙড় থেকে বিদায় দিতে হবে। নইলে এখানকার উন্নয়ন হবে না।’ তৃণমূল বিধায়কের নিশানায় যে নওশাদ সিদ্দিকির আইএসএফ ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।
নিজের বক্তব্যে অনড় সওকত
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য অনড় ছিলেন তৃণমূল বিধায়ক। সওকত বলেন, ‘২০২১-এর ভোটের আগে বলেছিল ভাঙড়কে উন্নয়নের স্বর্গ বানিয়ে দেবে। মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। আমি কোনও ভুল কথা বলিনি। যা বলেছিল ঠিকই বলেছি।’
সওকতকে কটাক্ষ বিজেপির
সওকতের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের রাজ্য কমিটির সদস্য উত্তম কর বলেন, ‘সওকত মোল্লাকে মাননীয়া মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, তা আমরা সবাই জানি। ৩৪ বছর উনি সিপিএম করেছেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে না। একজন বিধায়ক কীভাবে বিরোধীদের উদ্দেশে এই কথা বলেন আমি জানি না। তবে সওকতের মুখে এই কথা অপ্রত্যাশিত নয়। আগামী দিনে উনি ভাঙড়ে থাকবেন না তিহাড়ে থাকবেন জানি না! সময় সবটা বলবে।’