Suvendu Adhikari : ‘এসব ভাষণ নন্দীগ্রামেও শুনেছি….’, ডায়মন্ডহারবার নিয়ে ফের তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর – suvendu adhikari given challenge to tmc of winning diamond harbor lok sabha seat


লোকসভা নির্বাচনের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ডায়মন্ড হারবার কেন্দ্র। এই কেন্দ্র থেকেই নির্বাচনে লড়েন তৃণমূল কংগ্রেস সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই কেন্দ্রে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিও। সেই কেন্দ্র থেকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জোর বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।

কী বললেন শুভেন্দু?

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই মন্তব্য করেছিলেন, ২৪শের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার থেকে কী ভাবে হারাতে হয় তা ঠিক হয়ে গিয়েছে। শুভেন্দুর এই মন্তব্যের পর তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, শুভেন্দু অধিকারী তো দূরের কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দাঁড়ালে ডায়মন্ড হারবারে জিততে পারবেন না।

দেখা হবে ২৪ এ

তৃণমূলের এই মন্তব্যের পর সোমবার হলদিয়ায় জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এসব লেকচার ২১ শের বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে শুনেছিলাম। এই কর্মচারীদের লেকচার শুনেছিলাম। একটা মাতাল নেতাতো বলেছিল হাত থেকে কবজি না কি কেটে দেবে? এসব ভাঙা রেকর্ড শুনে লাভ নেই। দেখা হবে ২৪ শে।’
এদিন হলদিয়ায় জেলা বিজেপির পক্ষ থেকে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে জেলার ৪১ টি গ্রাম পঞ্চায়েতের ৭০০ জনকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জেলায় ‘চোরমুক্ত গ্রাম পঞ্চায়েত’ দখলে অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়েছে। গ্রাম পঞ্চায়েতে আর যাতে অসৎ কাজ না হয়। বিডিও পুলিশ প্রশাসনকে দিয়ে যাতে কাজের বাধা না দিতে পারে তার প্রশিক্ষণ দেন শুভেন্দু। আগামী ২৪ শের লোকসভা নির্বাচন প্রচার এক প্রকার শুরু করে দেওয়া হয় এই প্রশিক্ষণের শিবিরের মাধ্যমে।

Suvendu Adhikari: ‘মন্ত্রিসভা গড়েন মুখ্যমন্ত্রী, তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না কেন?’ জেলে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দুর
ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর ব্যাপারে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা। তাঁকে বলতে শোনা যায়, ‘ডায়মন্ড হারবারে অন্য প্রার্থীকে দিয়ে ভাইপোকে হারাব। ওখানে আপনাকে লাগবে না।’ এরপরেই তৃণমূলের তরফে এই মন্তব্যের চূড়ান্ত বিরোধিতা করা হয়। সোমবারই তৃণমূলের তরফে মন্ত্রী পার্থ ভৌমিক এদিন বলেন, ‘বিরোধী দলনেতাকে বলব, প্রধানমন্ত্রীকে ডায়মন্ড হারবারে দাঁড়াতে বলুন। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *