অরূপ লাহা: পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ির পুকুরে মাছ ধরা নিয়ে তুলকালাম। মন্ত্রীর বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে স্থানীয় এক যুবককে মারধরের অভিযোগ ওঠে। এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কয়েকশো মানুষ এসে পঞ্চায়েত মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ উঠছে। তার বাড়ির গেট ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন- ‘দুর্নীতি’তে অখুশি সৌগত, সতর্ক করলেন তৃণমূল নেতাদের!
প্রদীপ মজুমদারের বাড়ি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার কামারহাটিতে। মন্ত্রীর পুকুরে মহেন্দ্র হেমব্রম নামে স্থানীয় এক যুবক মাছ ধরে। এরপরই তাকে ধরে মারধর করা হয় বলে স্থানীয়দের দাবি। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পর থেকে আসপাশের গ্রামে কয়েকশো মানুষ এসে জড়ো হন কামারহাটিতে। তাঁরা দাবি করতে থাকেন মহেন্দ্র হেমব্রমকে যেভাবে মারধর করা হয়েছে তার প্রতিকার চাই। অভিযুক্ত কেয়ার টেকারের শাস্তি চাই। এনিয়ে মন্ত্রীর বাড়ির সামনে প্রবল বিক্ষোভ দেখাতে থাকে মানুষজন।
এদিকে, ঘটনার খবর পেয়ে মন্ত্রীর বাড়িতে এসে হাজির হয় মাধবডিহি ও রায়না থানার পুলিস। বিক্ষুব্ধরা লাঠিসোঁটা নিয়ে মন্ত্রীর বাড়ির গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ওই ঘটনা নিয়ে প্রদীপবাবু বলেন, ওখানে স্থানীয় ছেলেদের আমাদারে পারিবারিক পুকুর দিয়ে দিয়েছি। তার ওখানে মাছ চাষ করে। আমাকে কয়েকজন ফোন করে বিষয়টি বলেন।
ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। স্থানীয় যুবক মহেন্দ্র হেমব্রম মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। সেই সময় মন্ত্রীর বাড়ির কেয়ারটেকার তাকে ধরে ফেলে। গ্রামের মানুষের একাংশের অভিযোগ, মহেন্দ্রকে প্রদীপ মজুমদারের বাড়ির ভেতরে নিয়ে গিয়ে একটি ঘরে তালা দিয়ে দেওয়া হয়। তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। তারই জেরে আজ স্থানীয়রা প্রদীপবাবুর বাড়িতে চড়াও হয়। জেলা পুলিস সুপারের বক্তব্য, বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ওই ঘটনায় রায়না ২ নম্বর ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বলেন, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। স্থানীয় এক যুবক মাছ ধরতে গেলে তাকে ধরে ফেলে কেয়ারটেকার। এনিয়ে গোলমাল শুরু। আজ দুপুরে বেশকিছু লোক এসে পঞ্চায়েত মন্ত্রীর বাড়িরে গেট ভাঙচুর করে। পাশাপাশি আরও ৩টি বাড়িতেও ভাঙচুর চলানো হয়। এর পেছনে রয়েছে সিপিএম ও বিজেপি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
