Abhishek Banerjee : মোদী দাঁড়ালেও জিতবেন অভিষেক, প্রত্যয়ী তৃণমূল – trinamool congress believes abhishek banerjee will win the upcoming lok sabha polls even if pm modi stands


এই সময়: আসন্ন লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে চর্চা, জল্পনা ক্রমেই বাড়ছে। আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হলে এ বার ঘুরিয়ে তাঁকে সমর্থনেরই ইঙ্গিত দিলেন অধীর চৌধুরী। কেন্দ্রটি এমনিতেই আইএসএফ-কে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের। এমন পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরও নওশাদকে সমর্থনের ইঙ্গিত দেওয়ায় তৃণমূলের কড়া সমালোচনার মুখে পড়েছে বাম-কংগ্রেস।

তৃণমূলের সাফ দাবি, সেখানে নরেন্দ্র মোদী দাঁড়ালেও জিতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে তিনিও যে নির্দিষ্ট নির্বাচনী ছক কষছেন, দিন কয়েক আগে সে ইঙ্গিত দিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস কার্যত একযোগে এই কেন্দ্রকে নিশানা করায় রাম-বাম-আইএসএফের মধ্যে সমঝোতার অভিযোগ করেছে তৃণমূল।

সোমবার তৃণমূল ভবনে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘অধীর চৌধুরী যে পশ্চিমবঙ্গে বিজেপিকে সঙ্গ দেন, তা ফের স্পষ্ট হলো। তাই বিরোধী দলনেতা ও অধীর চৌধুরী একই সুরে কথা বলছেন। আমরা বিরোধী দলনেতাকে বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়ালেও ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই জয়ী হবেন। অন্য কে সেখানে দাঁড়াল, তা অপ্রাসঙ্গিক।’ কিছু দিন আগেই একটি দলীয় সভায় আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে রেকর্ড ৪ লক্ষ ভোটের মার্জিনে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক।

বস্তুত, নওশাদ বেশ কিছুদিন ধরেই বলছেন যে তিনি এই কেন্দ্রে ভোটে দাঁড়াতে চান। এ বার অধীরও আইএসএফকে সমর্থনের ইঙ্গিত দেওয়ায় ডায়মন্ড হারবারে নওশাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা বাড়ল। এ দিন বহরমপুরে কারও নাম না করেই অধীর দাবি করেন, তাঁর কাছে যে খবর রয়েছে, তাতে ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী দিলে ‘খোকাবাবু’র বিপদের সম্ভাবনা আছে। যদিও এ প্রসঙ্গে সিপিএমের সুজন চক্রবর্তী বলেন, ‘নওশাদের প্রার্থী হওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু এ নিয়ে কোনও আলোচনা হয়নি। নওশাদ ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন বলে যে মন্তব্য করেছেন, তা ওঁর ব্যক্তিগত অভিমত।’

Congress News : ‘তৃণমূলের সঙ্গে নয়…’, লোকসভা নির্বাচনে CPIM-এ ‘না’ নেই অধীরের
দিন কয়েক আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘ডায়মন্ড হারবারে অন্য লোককে দাঁড় করিয়ে তৃণমূলকে হারাব। আমি বলছি, ডায়মন্ড হারবারে তৃণমূলকে হারাব।’ শুভেন্দু ‘অন্য কেউ’ বলতে কাকে বোঝাতে চাইছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন হলো — তৃণমূলের বিরুদ্ধে কি মহাজোট তৈরি হচ্ছে? জোড়াফুল শিবিরের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘আইএসএফ বিজেপির মদতপুষ্ট, তা আমরা আগেই বলেছি।

বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বাম-কংগ্রেস রাজ্যে শূন্য হয়েছে। এ বার বিজেপি এ রাজ্যে শূন্য হবে। অভিষেক ৪ লক্ষের বেশি ভোটে জয়ী হবেন।’ যদিও নওশাদের বক্তব্য, ‘ত্রিপুরা, মেঘালয়, গোয়াতে কী করতে গিয়েছিল তৃণমূল? ভোট কেটে বিজেপির সহায়তা করতে গিয়েছিল। আমি ডায়মন্ড হারবারে দাঁড়াব, তৃণমূলকে হারাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *